১৪ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রে ৩ শতাধিক ক্যাথলিক গির্জায় সহস্রাধিক শিশুকে যৌন নির্যাতন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
যুক্তরাষ্ট্রে ৩ শতাধিক ক্যাথলিক গির্জায় সহস্রাধিক শিশুকে যৌন নির্যাতন
সাবেদ সাথী: যুক্তরাষ্ট্রে এক হাজারেরও বেশি মার্কিন শিশু ৩ শতাধিক রোমান ক্যাথলিক গির্জার ধর্মযাজক কর্তৃক যৌন নির্যাতনের শিকার হয়েছেন।গত ৬৮ বছর ধরে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকার গির্জায় এসব ঘটনা ঘটলেও তা কখনও প্রকাশ পায়নি। গির্জার জ্যেষ্ঠ কর্মকর্তারা এ বিষয়ে অবগত থাকার পরেও ওইসব যাজকদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। উল্টো এইসব ঘটনা যাতে গোপন থাকে তা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছেন। মঙ্গলবার ঐতিহাসিক এক গ্র্যান্ড জুরির প্রতিবেদনে এসব কথা প্রকাশ করা হয়। গ্র্যান্ড জুরি তাদের প্রতিবেদনে বলেছে, তাদের বিশ্বাস, নির্যাতনের শিকার হওয়া শিশুদের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। কেননা এরকম ঘটনার বহু প্রমাণ হারিয়ে গেছে। এছাড়া অনেক নির্যাতিত শিশুই এ বিষয়ে কথা বলতে এগিয়ে আসেনি। প্রতিবেদনে বলা হয়, ১৯৫০ সালের মধ্যবর্তী সময় থেকে কয়েক দশক ধরে টানা চলে শিশুদের ওপর যাজকদের এসব নির্যাতন। পেনসিলভানিয়ার অ্যাটর্নি জেনারেল জশ শাপিরো বলেন, দুই বছর ধরে এসব ঘটনা নিয়ে তদন্ত চালানো হয়েছে। তদন্তে দেখা গেছে, পেনসিলভানিয়া ও ভ্যাটিকানের ঊর্ধ্বতন কর্মকর্তারা পদ্ধতিগতভাবে এসব নির্যাতনের ঘটনা গোপন করেছে। এক সংবাদ সম্মেলনে শাপিরো বলেন, যেসব এলাকায় নির্যাতনের ঘটনা হয়েছে সেসব এলাকার বিশপের গোপন আর্কাইভ থেকে পাওয়া গেছে এসব ঘটনার নথিপত্র। এগুলোই তদন্তের ভিত্তি তৈরি করেছে। এসব নির্যাতনের ঘটনা খুবই সূক্ষ উপায়ে গোপন করা হয়েছে। আর হতবাক করার বিষয় হচ্ছে, গির্জার নেতারা একইসঙ্গে এসব নির্যাতন ও নির্যাতনের ঘটনা গোপন করার রেকর্ডও রেখেছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন