
যুক্তরাষ্ট্রে বারে গুলিতে নিহত ৩, আহত কমপক্ষে ৫


নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার সাউথপোর্টের একটি ওয়াটারফ্রন্ট বারে শনিবার রাতে এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সাউথপোর্ট ও ওক আইল্যান্ড পুলিশ জানিয়েছে, ওক আইল্যান্ডের বাসিন্দা নাইজেল ম্যাক্স এজ নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে দ্রুত আটক করা হয়েছে। রবিবার সকালে এক সংবাদ সম্মেলনে সাউথপোর্ট পুলিশ প্রধান টড কোরিং বলেন, তদন্তে এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী হামলাটি ছিল 'সম্পূর্ণ পরিকল্পিত।'
শহর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবার রাত সাড়ে ৯টার দিকে বন্দুকধারী কেপ ফিয়ার নদীর তীরে অবস্থিত আমেরিকান ফিশ কোম্পানি নামের একটি ওয়াটারফ্রন্ট বার ও রেস্তোরাঁর বাইরে নৌকা থেকে গুলি চালায়। এতে বারের ভেতরের অতিথিদের লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়। পরে সে নৌকাযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং ওক আইল্যান্ডের দিকে রওনা হয়। সেখানে যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের একটি দল তাকে খুঁজে পেয়ে আটক করে বলে জানান কোরিং।
ব্রান্সউইক কাউন্টির জেলা অ্যাটর্নি জন ডেভিড জানান, এজকে ওক আইল্যান্ডের একটি জনসাধারণের নৌকাঘাট থেকে গ্রেপ্তার করা হয়, যখন সে তার নৌকা নামাচ্ছিল। রাতে তাকে ওক আইল্যান্ড পুলিশ হেফাজতে রাখার পর রবিবার সকালে সাউথপোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ প্রধান কোরিং জানিয়েছেন, এজের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে—যার মধ্যে রয়েছে প্রথম-ডিগ্রি হত্যার তিনটি অভিযোগ, হত্যাচেষ্টার পাঁচটি অভিযোগ এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও হত্যার উদ্দেশ্যে হামলার পাঁচটি অভিযোগ।
সাউথপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নর্থ ক্যারোলাইনা স্টেট ব্যুরো অব ইনভেস্টিগেশন এই মামলার তদন্তে সহায়তা করছে। গ্রেপ্তারের পর জনসাধারণের নিরাপত্তার জন্য আর কোনো হুমকি নেই বলে মনে করছে পুলিশ।
গুলিবিদ্ধ ব্যক্তিদের নাম এখনো প্রকাশ করা হয়নি। রবিবার সকালে এক সংবাদ সম্মেলনে তদন্ত সম্পর্কে হালনাগাদ তথ্য দেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
বিপি/সিএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফরে আসতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট


সামরিক সংঘর্ষের পর আফগান সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি পাকিস্তানের
