
যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুকধারী গুলিতে নিহত ৪, আহত ৮


নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের মিশিগানে্র ‘চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টস’ প্রার্থনালয়ে রবিবারের প্রার্থনা চলাকালে এক বন্দুকধারী গুলি চালিয়ে অন্তত চারজনকে হত্যা করেছে এবং আটজনকে আহত করেছে। পরে সে গির্জায় আগুন ধরিয়ে দেয়। পুলিশ অভিযুক্তকে গুলি করে হত্যা করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে (ডেট্রয়েট শহর থেকে প্রায় ৫০ মাইল উত্তরে) শত শত মানুষ গির্জায় উপস্থিত ছিলেন। এ সময় এক ব্যক্তি একটি চার-দরজা বিশিষ্ট পিকআপ ভ্যান গির্জার মূল দরজা ভেঙে ভেতরে ঢুকে গুলি চালানো শুরু করে এবং পরে গির্জায় আগুন লাগিয়ে দেয়, পুলিশ প্রধান উইলিয়াম রেনি সাংবাদিকদের জানান।
৯১১–এ ফোন আসার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং প্রায় আট মিনিটের মধ্যে হামলাকারীকে হত্যা করে। রেনি জানান, গির্জা থেকে বেরিয়ে যাওয়ার পর দুই কর্মকর্তা তাকে তাড়া করেন এবং গুলি বিনিময় হয়।
ঘণ্টার পর ঘণ্টা ধরে গির্জা থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়, পরে দমকল তা নিয়ন্ত্রণে আনে।
হামলাকারীর পরিচয় শনাক্ত করা হয়েছে থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০), তিনি পাশের বার্টন এলাকার বাসিন্দা। রেনি জানান, তদন্ত এখনো চলছে এবং এখনো কোনো উদ্দেশ্য স্পষ্ট নয়। হামলাকারীর বাড়ির রাস্তা পুলিশ ঘিরে রেখেছে।
রেনি আরও বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটাপন্ন, আর বাকি সাতজন স্থিতিশীল।
তিনি জানান, ধ্বংসস্তূপ তল্লাশি করতে গিয়ে ভেতরে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আরও মরদেহ পাওয়া যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফরে আসতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট


সামরিক সংঘর্ষের পর আফগান সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি পাকিস্তানের
