১৩ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রে সামরিক বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১২:৩৪ পিএম
যুক্তরাষ্ট্রে সামরিক বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকালে ন্যাশভিল থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে অবস্থিত ম্যাকইউইনের অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

হামফ্রিস কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস জানান, ঘটনাস্থলে কিছু প্রাণহানি ঘটেছে এবং কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। তবে তিনি নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। হিকম্যান কাউন্টির মেয়র জিম বেটস জানিয়েছেন, অন্তত ১৩ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিউরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস, হোমল্যান্ড সিকিউরিটি ও টেনেসি ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ একাধিক সংস্থা।

ডেভিস জানান, কারখানার কর্তৃপক্ষ তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছে। কারখানাটির ওয়েবসাইট অনুযায়ী, অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস সামরিক, মহাকাশ, ধ্বংস ও খনন শিল্পের জন্য বিস্ফোরক ও এনার্জেটিক ডিভাইস তৈরি করে থাকে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন