
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে হারিকেন কিকো


ইমা এলিস: হারিকেন কিকো ক্যাটাগরি ৪ ঝড় হিসেবে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে এবং কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে, যদিও ধারণা করা হচ্ছে ঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের (এনডব্লিউএস) তথ্য অনুযায়ী, হাওয়াই স্ট্যান্ডার্ড টাইম ভোর ৫টা (ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম সকাল ১১টা) পর্যন্ত হারিকেন কিকো হোনোলুলুর প্রায় ১,২০৫ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। এ সময় ঝড়টির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ মাইল, এবং পশ্চিম-উত্তরপশ্চিম দিকে ঘণ্টায় ২৫ মাইল বেগে অগ্রসর হচ্ছিল।
এনডব্লিউএস জানিয়েছে, হারিকেন কিকো রবিবারের মধ্যে বিগ আইল্যান্ড এবং মাউই দ্বীপে পৌঁছাবে এবং সোমবারের শেষ ভাগ থেকে সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত হাওয়াই দ্বীপপুঞ্জের পূর্বাঞ্চলে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে।
হাওয়াই অঙ্গরাজ্য শুক্রবার জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রাণঘাতী ঢেউ ও স্রোতের সম্ভাবনা থাকায় দুর্যোগকালীন সময়ে ফেডারেল সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এই জরুরি অবস্থা ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বলবৎ থাকবে, তবে প্রয়োজন হলে তা বাড়ানো বা আগে শেষ করা হতে পারে।
অস্থায়ী গভর্নর সিলভিয়া লুক বলেছেন, আমাদের কমিউনিটির নিরাপত্তা ও প্রস্তুতি নিশ্চিত করতে অঙ্গরাজ্য ও কাউন্টিগুলো প্রস্তুত থাকবে—ধ্বংসাবশেষ পরিষ্কার, অবকাঠামো সুরক্ষা এবং ঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতির দ্রুত প্রতিক্রিয়ার জন্য। আমরা বাসিন্দা ও দর্শনার্থীদের অনুরোধ করছি আপডেট মনিটর করতে, সরকারি নির্দেশনা মেনে চলতে এবং যথাযথ প্রস্তুতি নিতে।
হাওয়াই দ্বীপপুঞ্জের আশেপাশের ঠান্ডা পানির কারণে কিকো ধীরে ধীরে ক্যাটাগরি ২ ও ১-এ নেমে আসবে এবং তারপর বিগ আইল্যান্ডে স্থলভাগে আঘাত হানার আগে একটি ট্রপিক্যাল স্টর্মে রূপ নেবে বলে স্থানীয় সংবাদমাধ্যম নিউজনেশনের সহযোগী প্রতিষ্ঠান KHON জানিয়েছে। একটি ট্রপিক্যাল স্টর্মে বাতাসের গতিবেগ হয় ঘণ্টায় ৩৯ থেকে ৭৩ মাইল।
এ মৌসুমের (১ জুন থেকে ৩০ নভেম্বর) এটি দ্বিতীয় হারিকেন। গত মাসে হারিকেন এরিন আটলান্টিক মহাসাগরে সৃষ্টি হয়েছিল, তবে সেটি স্থলভাগে আঘাত হানেনি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএসআপনি এগুলোও পছন্দ করতে পারেন





গাজা শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রীকে ‘সুন্দরী’ বললেন ট্রাম্প
