মাসুদ রানা রাব্বানী, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মোঃ রবিউল ইসলাম (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় তার কাছ থেকে ১৯৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিকে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতার মাদক কারবারি মোঃ রবিউল ইসলাম। সে রাজশাহীর দূর্গাপুর থানার রৈপাড়া গ্রামের মোঃ ছোরাপের ছেলে । র্যাব জানায়, রবিবার (১৯ মার্চ) দুপুর সোয়া ২টায় র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, চারঘাট থানার দীঘলকান্দি থেকে বানেশ্বর বাজারের দিকে অটোভ্যানে যাত্রীবেশে এক ব্যক্তি বস্তার মধ্যে অবৈধ মাদকদ্রব্য নিয়ে আসছে।
এমন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন শিবপুর পশ্চিম পাড়া গ্রামে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে বস্তা ভর্তি ফেনসিডিল-সহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।
বিপি/কেজে