Home আন্তর্জাতিক নিউ ইয়র্কের টাইম স্কয়ারে দর্শক-অতিথিশূন্য বাংলা বর্ষবরণ

নিউ ইয়র্কের টাইম স্কয়ারে দর্শক-অতিথিশূন্য বাংলা বর্ষবরণ

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

সাবিত্রী রায়: মহড়ায় হাজিরা দেওয়া শিল্পী ও দোয়ার্কি ছাড়া নিউ ইয়র্কের টাইম স্কয়ারের বাংলা বর্ষবরণে ছিল না কোন অতিথি ও দর্শক। অনুষ্ঠান উপভোগের ইচ্ছে থাকলেও ক্ষুব্ধ প্রবাসীদের রমজানের পবিত্রতা নষ্টে সেখানে উপস্থিত হয়নি। উদ্বোধনী অনুষ্ঠানে আসেনি কোন আমন্ত্রিত অতিথি। হঠাৎ গজিয়ে ওঠা এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড নামক এ সংগঠনের আয়োজনে শুক্রবার (১৪ এপ্রিল) সকালে আয়োজিত ‘শতকন্ঠে ১৪৩০ বাংলা বর্ষবরণ’ শীর্ষক দু’দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনের অনুষ্ঠানে শিল্পী ও দোয়ার্কি ছাড়া ছিল দর্শক-অতিথিশূন্য। টাইমস স্কয়ার (৪৬ স্ট্রিট এন্ড ব্রডওয়ে) থেকে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড কর্তৃপক্ষের সরাসরি ফেসবুক লাইভেই দেখা গেছে দর্শকশূন্য গ্যালারি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কেন আসেনি এ ব্যাপারে কেউ সঠিক জাবাব দেয়নি, তবে ধারনা করা হচ্ছে আজকের (শনিবার) জ্যাকসন হাইটসের অনুষ্ঠিতব্য অনুষ্ঠানমালায় নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক এডামস ও ইউএস কংগ্রেওম্যান গ্রেস মেংসহ অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন। টাইমস স্কয়ারের অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত বরেণ্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও নৃত্যশিল্পী লায়লা হাসান উপস্থিত ছিলেন।
টাইমস স্কয়ারের অনুষ্ঠানে মহীতোষ তালুকদার তাপসের পরিচালনায় সেখানে উপস্থিত দোয়ার্কিরা পহেলা বৈশাখ আর দেশের গান পরিবেশন অংশ নেন। উপস্থিত নারীরা একই রংয়ের শাড়ি আর পুরুষরা একই রকমের পাঞ্জাবী পরে অংশ নেন অনুষ্ঠানে। নৃত্যশিল্পী লায়লা হাসান গানের তালে তালে নৃত্য পরিবেশন করেন। এছাড়াও সঙ্গীতানুষ্ঠানে একুশের পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায় প্রবাসের শিল্পীরা অংশ নেন। ঢাক-ঢোল পিটিয়ে নানা ধরনের মুখোশের প্রতিচ্ছবি হাতে অংশগ্রহনকারীরা স্বল্প জায়গায় ‘তথা কথিত মঙ্গল শোভাযাত্রা’ প্রদর্শণ করেন। তবে অনুষ্ঠানস্থলে এবং শোভাযাত্রায় একজন পুরুষ আর একজন নারীর প্রতিকৃতির মুখোশ (কার, কেনো, কোন অর্থে ব্যবহৃত) স্থান পাওয়াকে কেন্দ্র করে প্রবাসীদের মাঝে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। অপরদিকে অংশগ্রহণকারীরা নির্দিষ্ট জায়গায় ঘেরাও করে বসে অংশ নেয়ায় টাইমস স্কয়ারের দেশি-বিদেশি পর্যটকরা অনুষ্ঠান উপভোগ করতে পারেননি।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী