বাংলাপ্রেস ডেস্ক : গত বছর সবচেয়ে আলোচিত বিষয় ছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের মাদক মামলা। দীর্ঘ চড়াই-উতরাই পার করে শত বিতর্কের জন্ম দিয়ে অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। তবে সেই মামলার রেশ এখনো কাটেনি। বরং যত দিন যাচ্ছে, নতুন নতুন অধ্যায় সামনে আসছে। এবার সেই মামলার ক্ষেত্রেই নতুন করে মামলায় জড়ালেন শাহরুখ খান।
জানা গেছে, আরিয়ানের মাদক মামলায় মহারাষ্ট্রের সাবেক এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে শাহরুখের থেকে ঘুষ চাওয়ার অভিযোগ রয়েছে। এবার ঘুষ দেওয়ার অভিযোগ উঠল কিং খানের বিরুদ্ধে। ছেলে আরিয়ানকে বাঁচাতে নাকি ঘুষ দিতে চেয়েছিলেন শাহরুখ, এই মর্মে ‘পিল’-এর পক্ষ থেকে মুম্বাই হাইকোর্টে দাখিল হয়েছে জনস্বার্থ মামলা। চলতি মাসের ২০ জুন এই মামলার শুনানি রয়েছে।
আবেদনে বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার (এনসিবি) মুম্বাই জোনালের সাবেক ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। ২০২১ সালের ক্রুজ ড্রাগ পার্টিতে আরিয়ান খানকে বাঁচাতে ৫০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই এফআইআর দায়ের হয়। পিটিশনে আরো বলা হয়, দুর্নীতি প্রতিরোধ আইনের ১২ নম্বর ধারায় রয়েছে, যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারীর কাছ থেকে কোনো অনুগ্রহ পাওয়ার জন্য কোনো কর্মকর্তাকে ঘুষ দেয়, তাহলে সেই ব্যক্তিও দায়বদ্ধ, বিচারের অন্তর্ভুক্ত। এ ক্ষেত্রে শাহরুখ খান ও আরিয়ান খানের বিরুদ্ধে সেই অভিযোগই দায়ের হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, এই মামলায় শাহরুখ খান ও আরিয়ান খানের বিরুদ্ধে বিচার চাওয়া হয়েছে। সিবিআইয়ের কাছে শাহরুখ ও আরিয়ানকেও অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। পাশাপাশি মুম্বাই পুলিশের যে কর্মকর্তারা এনসিবির সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে ক্লিনচিট দিয়েছিলেন, তাদেরও অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়েছে। সিবিআইকে এই মামলায় সত্য উদঘাটনে নারকো অ্যানালিসিস, লাই ডিটেক্টর, ব্রেইন ম্যাপিংয়ের মতো বিজ্ঞানসম্মত পরীক্ষার সাহায্য নেওয়ার কথা বলা হয়েছে।