Home বাংলাদেশঢাকা চ্যানেল আই সেরা কন্ঠ এসএমএস রাউন্ডে শুভ’র জন্য ভোট চাইলেন সোমনাথ সাহা

চ্যানেল আই সেরা কন্ঠ এসএমএস রাউন্ডে শুভ’র জন্য ভোট চাইলেন সোমনাথ সাহা

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

দিলীপ কুমার দাস ,ময়মনসিংহ জেলার প্রতিনিধি: ময়মনসিংহ জেলার গৌরীপুরে (৩০ জুন) শুক্রবার স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে স্বপ্নের রাজ গৌরীপুর স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে চ্যানেল আই সেরা কন্ঠ ২০২৩ এর প্রতিযোগী রাজ গৌরীপুরের কৃতি সন্তান কণ্ঠশিল্পী অনিরুদ্ধ শুভ কে এসএমএস রাউন্ডে বিজয়ী করার লক্ষ্যে ভোট চাইলেন তরুণ সমাজসেবক ও গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।

সংগঠনের সভাপতি ৭ নং রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনির সভাপতিত্বে এবং অপূর্ব শিল্পীগোষ্ঠীর পরিচালক এম এ হান্নান জনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমপি মনোনয়ন প্রত্যাশী ও গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাংবাদিক শফিকুল ইসলাম মিন্টু, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ হারুন উর রশিদ, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন ও নুরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এম এ হাই, যুগ্ম সাধারণ সম্পাদক সুপক রঞ্জন উকিল, শ্রমিক নেতা আহসান উল্লাহ, যুবনেতা আব্দুল্লাহ আল মামুন উজ্জল, ইঞ্জিনিয়ার জুলফিকার আলী, সাবেক ছাত্রনেতা নাজিমুল ইসলাম শুভ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অনিরুদ্ধ শুভ আমাদের রাজ গৌরীপুরের গর্ব। সে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা মরহুম হাতেম আলী মিয়ার নাতি। সে দীর্ঘদিন যাবত স্থানীয় এবং জাতীয় পর্যায়ের সংগীত
জগতে তার প্রতিভার দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

চ্যানেল আই সেরাকণ্ঠ-২০২৩ প্রতিযোগিতায় এসএমএস এর মাধ্যমে ভোট দিয়ে তাকে বিজয়ী – করতে দলমত নির্বিশেষে সকলের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।

পরে অতিথি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্বে অতিথিবৃন্দ ও দর্শকদের অনুরোধে অনিরুদ্ধ শুভ মনমাতানো সংগীত পরিবেশন করে এবং সে নিজের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা ও এসএমএস দেয়ার জন্য অনুরোধ জানায়।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী