দিলীপ কুমার দাস, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর নন্দীগ্রাম এলাকায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক ও সহকারী গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন- পিকআপের চালক মোঃ রাসেল মিয়া(২৫)। তিনি ভোলা জেলার সদর উপজেলার আলিগর গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে। চালকের সহকারী মোঃ ফাহিম মিয়া ঢাকা জেলার ডেমরা উপজেলার বাসিন্দা।
তার পিতার নাম জানা যায়নি। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা পিকআপ (ঢাকা মেট্রো- ন ২১-০৩৮৮) সাথে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ট্রাক (ঢাকা মেট্রো ন- ২৩-২৭১৪) এর গৌরীপুর নন্দীগ্রাম এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি সড়কের নিচে উল্টে পড়ে যায়। এ ঘটনায় পিকআপের চালক রাসেল ও সহকারী ফাহিম গুরুতর আহত হয়। এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তাদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাঁরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিপি/কেজে