Home বাংলাদেশঢাকা কেরানীগঞ্জে চিপস কারখানায় আগুন

কেরানীগঞ্জে চিপস কারখানায় আগুন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

 

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জের বেড়িবাঁধ এলাকায় একটি চিপস নির্মাণের টিনশেড ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট। ঘটনাস্থলে যাচ্ছে আরও দুই ইউনিট।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি জানান, ‘ঢাকার কেরানীগঞ্জে বেড়িবাঁধ এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পাই সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে। ৭টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এছাড়া ঘটনাস্থলে যাচ্ছে আরও দুই ইউনিট।’

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসাইন বলেন, ‘সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।’

তবে আগুন লাগার কারণ এখনো জানতে পারেনি ফায়ার সার্ভিস।

বিপি/কেজে

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী