Home বাংলাদেশঢাকা ঢাবিতে তিন দফায় ৭ ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ১

ঢাবিতে তিন দফায় ৭ ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ১

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক ঘণ্টার ব্যবধানে তিনদফায় সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। এ নিয়ে গত ২৪ ঘণ্টার ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় চার দফায় ১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলো। তবে এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক:আজ শনিবার (৬ জানুয়ারি) রাত ৭টা থেকে ৮টার মধ্যে চানখারপুল, কার্জন হল, নীলক্ষেত পুলিশ ফাঁড়ি ও এ এফ রহমান হলের সামনে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে আশপাশের এলাকায় সর্বসাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বরাতে এসব তথ্য নিশ্চিত করা হয়। প্রশাসনের মতে, ক্যাম্পাসের সকল প্রবেশপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে কে বা কারা ঘটনাগুলো ঘটিয়েছে তার উত্তর মেলেনি।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন এলাকা ও চানখারপুলে ২টি করে ৪টি ককটেল বিস্ফোরিত হয়। এরপর রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনের রাস্তায় কেউ পরপর চারটি ককটেল নিক্ষেপ করে চলে যায়। এর মধ্যে তিনটি বিস্ফোরিত হয় এবং একটি অবিস্ফোরিত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফোর্স নিয়ে হাজির হন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, সন্ধ্যার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। অন্যদিকে বিশ্ববিদ্যালয় এলাকায় একটি ঘটনায় আমরা কয়েকজনকে শনাক্ত করেছি। পুলিশের সদস্যরা কয়েকজনকে গ্রেফতার করেছে। তাদের ব্যাপারে জানার চেষ্টা চলছে। এছাড়া নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের সব প্রবেশপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটার ছাড়া কাউকে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বিপি/টিআই

 

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী