Home অন্যান্যধর্ম ২ মাস পর শুরু পবিত্র রমজান

২ মাস পর শুরু পবিত্র রমজান

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: আর মাত্র ৬০ দিন পরই সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে শুরু হবে পবিত্র রমজান মাস। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তা আরম্ভ হওয়ার একদিন পরই বাংলাদেশে শুরু হবে। তবে সম্পূর্ণ বিষয়টি নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

পবিত্র রমজান শুরু হওয়ার পরই মুসলিম দেশগুলোতে বিভিন্ন ধরনের পরিবর্তন আনা হয়। যেমন- মানুষের খাওয়া দাওয়া এবং অফিসের কর্মঘণ্টা কমিয়ে আনা হয়। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, পবিত্র রমজান নবমতম মাস। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখার ওপর প্রতিটি মাস গণনা শুরু হয়।

দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট ২০২৪ সালের হিজরি ক্যালেন্ডার প্রকাশ করেছে। সেই অনুযায়ী, ২০২৪ সালের ১২ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হবে। এসময়ে আবহাওয়া তেমন উত্তপ্ত থাকে না। আরব আমিরাতে বসন্তকাল থাকে। ২০২৪ সালে রমজানের সময়সীমা ২০২৩ সালের তুলনায় কম হবে।

চলতি বছর পবিত্র রমজানে সংযুক্ত আরব আমিরাতের মুসল্লিরা প্রথম দিনের রোজায় ১৩ ঘণ্টা ১৬ মিনিট পর্যন্ত সবধরনের খাবার ও পানীয় থেকে বিরত থাকবেন। গত বছর সময়সীমা ছিল ১৩ ঘণ্টা ৩৩ মিনিট।

দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের হিসাব অনুযায়ী, এ বছর পবিত্র রমজান হবে ২৯ দিনের। সেই হিসাবে সংযুক্ত আরব আমিরাতে চলমান বছরে রোজা শেষ হবে ৯ এপ্রিল। এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুবাইয়ের বাসিন্দারা ৬ দিন ছুটি পাবেন। ৯ এপ্রিল থেকে যা শুরু হয়ে শেষ হবে ১২ এপ্রিল।

বিপি/টিআই

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী