বাংলাপ্রেস ডেস্ক: জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ে আবারও বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়েছে। এবারের প্রশ্নে বিএনপির সহিংসতার বিষয়টি সামনে আনা হয়েছে। প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, সব ধরনের সহিংসতা প্রত্যাখ্যান, সব মানবাধিকার এবং আইনের শাসনকে সম্মান নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে। স্থানীয় সময় সোমবার (১৫ জানুয়ারি) প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
নির্বাচনের সময় বিএনপির সহিংসতামূলক কার্যক্রম নিয়ে প্রশ্ন করা হলে ডুজারিক বলেন, আগে যা বলেছি তা আবারও পুনরাবৃত্তি করব। আমরা দলগুলোকে সব ধরনের সহিংসতা প্রত্যাখ্যান করতে ও সব মানবাধিকার এবং আইনের শাসনকে সম্মান নিশ্চিত করার আহ্বান জানাই।
অপর এক প্রশ্নে নির্বাচনের আগে গণপরিবহনে আগুন দেয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা কোনো সহিংসতাকে প্রশ্রয় দিই না তা নির্বিশেষে যেই করুক না কেন।
বিপি/টিআই