Home আন্তর্জাতিক নিউ ইয়র্কে এক বছরে ৫টি পাতাল ট্রেন লাইনচ্যুত, যাত্রীদের মনে আতঙ্ক

নিউ ইয়র্কে এক বছরে ৫টি পাতাল ট্রেন লাইনচ্যুত, যাত্রীদের মনে আতঙ্ক

by bnbanglapress
A+A-
Reset

নিজস্ব প্রতিবেদক: গত এক বছর ৫টি ট্রেন লাইনচ্যুত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পাতাল ট্রেনে। বার বার ট্রেন লাইনচ্যুত হওয়ায় নিয়মিত যাত্রীদের মনে ভীতির সঞ্চার হয়েছে। তারা ট্রেনে চলাচলকে নিরাপদ ভাবতে দ্বিধাগ্রস্ত হচ্ছেন।
শত বর্ষের প্রাচীন নিউ ইয়র্ক সিটির সাবওয়ে সিস্টেমসহ পুরো আমেরিকার অবকাঠামো পুনর্নির্মাণ বা রেনোভেশনের জন্য ট্রিলিয়ন ডলার চেয়েছিলেন প্রেসিডেন্ট বাইডেন দায়িত্ব গ্রহণের পরপরই। কিন্তু রিপাবলিকানরাসহ কয়েকজন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য তা পাশ করতে দেননি। আর এরই মধ্যে নিউ ইয়র্কের সাবওয়েতে দুর্ঘটনা বেড়েই চলেছে। নিউ ইয়র্ক পোস্টের গবেষণা অনুযায়ী গত বছর ১১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৫টি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে গত কয়েকদিনে কাছাকাছি সময় ব্রংক্সের কিংব্রিজ এলাকায় নাম্বার ফোর ট্রেন এবং ব্রুকলীনে ওয়েস্ট এইটথ স্ট্রিটে ‘এফ’ ট্রেন। ব্রংক্সে নাম্বার ফোর ট্রেন লাইনচ্যুত হয় একটি ট্রেনের সাথে সংঘর্ষ হওয়ায়।
স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি সাবওয়ে ট্রেন লাইনচ্যুত হওয়ায় ম্যানহ্যাটান থেকে নির্বাচিত এসেম্বলিম্যান টনি সাইমন আশংকা প্রকাশ করে বলেন, ম্যানহ্যাটানে এ বছরই কনজেশন টোল চালু হলে সাবওয়ে ট্রেন চলাচল বেড়ে যাবে। অথচ তার আগে আগে এইরকম ট্রেন লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের মনে ভীতির সঞ্চার হয়েছে। তারা ট্রেনে চলাচলকে নিরাপদ ভাবতে দ্বিধাগ্রস্ত হচ্ছেন। এসেম্বলিম্যান সাইমন এমটিএকে অনুরোধ জানান যাত্রীদের আস্থা যাতে নষ্ট না হয়, তার জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে।
নিউ ইয়র্ক পোস্ট বলছে, গত বছর জুন মাসে ব্রুকলীনের ক্যানার্সিতে রকাওয়ে পার্কওয়ে স্টেশনের কাছে এল ট্রেন লাইনচ্যুত হয়, ডিসেম্বরে ব্রুকলীনের কোনি আইল্যান্ড-স্ট্রিলওয়েল এভেন্যু সাবওয়ে স্টেশনের কাছে এন ট্রেন লাইনচ্যুত হয়। ২০১৭ সালের সামারে ৪টি ট্রেন লাইনচ্যুত হয়।
রাইডার্স এলায়ান্সের মুখপাত্র ড্যানি পার্লস্টাইন বলেন, এমটিএকে আরো সিরিয়াস হতে হবে। এমটিএ’র সিটি ট্রানজিটের কর্মকর্তা রিচ ড্যাভি জানান, তারা ঘনঘন ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা পরীক্ষা করে দেখেছে, তবে এখন পর্যন্ত স্ট্রাকচারাল কোনো ক্রটি খুঁজে পায়নি। তার মানে এটাও নয় যে সবকিছু ঠিক আছে। আর আমাদের মুখ বন্ধ করে থাকলেও চলবে না। ঘনঘন লাইনচ্যুত হওয়ার কারণ খুঁজে বের করতে হবে। তিনি মেইটেনান্স আরো নিয়মিত হওয়ার প্রতি জোর দেন।
এ মাসে বিক্ষুব্ধ জনতা নাম্বার ওয়ান ট্রেনে ঢুকে ব্রেক টানলে তা না থেমে রেড সিগন্যাল সত্ত্বেও এগিয়ে যায়। যদিও তাতে কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু ব্রেক টানলে যদি না থামে সেটাও নতুন প্রশ্ন সামনে নিয়ে এসেছে। নিউ ইয়র্ক পোস্ট প্রশ্ন তুলেছে, সাবওয়ে ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনা ক্রমশ যাত্রীদের আস্থায় চিড় ধরাচ্ছে।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী