Home আন্তর্জাতিক ভয়াবহ শৈত্য প্রবাহের ফলে নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি

ভয়াবহ শৈত্য প্রবাহের ফলে নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি

by bnbanglapress
A+A-
Reset

নিজস্ব প্রতিবেদক: স্মরণকালের ভয়াবহ শৈত্য প্রবাহের ফলে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে চলছে তুষারপাত। নিউইয়র্ক সিটিতে গত ১৬ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তুষারপাত হয়। সঙ্গে ছিল বৃষ্টিপাত। এতে জনজীবনে দুর্ভোগ নেমে আসে। আবহাওয়ার এই বৈরিতা চলতে পারে সপ্তাহজুড়ে, জানিয়েছে আবহাওয়া বিভাগ।
নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল গত ১৫ জানুয়ারি সোমবার স্টেটের বেশ কয়েকটি কাউন্টিতে সম্ভাব্য শীতকালীণ ঝড়ের পূর্বাভাসের ভিত্তিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। লেক এরি ও লেক অন্টারিও’র আশেপাশের কমিউনিটিগুলোতে এর আগে থেকেই শীতকালীন ঝড় আঘাত হানতে শুরু করে।
তীব্র বাতাসের মারাত্মক অবস্থা তৈরি হয় নিউ ইয়র্কের আপস্টেটের বিভিন্ন অংশ। এলাকাগুলো হচ্ছে- অ্যালগ্যানি, চাত্তারাউগান, কেউগা, চাউতাউকুয়া, এরি, গেনেসি, জেফারসন, লুইস, লিভিংস্টোন, মনরো, নায়াগ্রা, ওনটারিও, অরলিনস, অসওয়েগো ও অয়োমিং। তীব্র শীতের মধ্যেও বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ মাইল পর্যন্ত। বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এসব এলাকায় এক ফুট উচ্চতায় তুষারপাত হয়েছে।
নিউ ইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, আমি ও আমার প্রশাসন আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রাখছি। এই সময় আমাদের সতর্ক থাকতে হবে আমাদের বন্ধু বা পরিবারের সদস্যরা যাতে উষ্ণতায় অবস্থান করতে পারে।
গভর্নরের কার্যালয় জানিয়েছে, বাইরে চলাচল ও ভ্রমণ অপেক্ষাকৃত কঠিন হয়ে পড়তে পারে। যারা বাইরে কাজে যেতে কিংবা অন্য কারণে ভ্রমণে বাধ্য হচ্ছেন তারা যাতে নিরাপদ থাকতে পারেন সে ব্যাপারে নিজেদেরই সতর্ক থাকতে হবে।
চলতি সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী এক সপ্তাহ শীতের তীব্রতা বাড়তে পারে। এসময় তাপমাত্রা কোথাও কোথাও ১৭ ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস ৯ ডিগ্রিতে নেমে যেতে পারে। আগামী ১৯ জানুয়ারি শুক্রবারও তুষারপাত হতে পারে।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী