সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের ধর্মপাশার সুখাইর রাজাপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান ।
এসময় সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিওন) মোঃ এনায়েত উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রশাসক
মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী,বাপাউবো, সিলেট খুশি মোহন সরকার, নির্বাহী প্রকৌশলী বাপাউবো সুনামগঞ্জ মামুন হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সুনামগঞ্জ মো: রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দীন , ধর্মপাশা পাউবো কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান মোকারম হোসেন, ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা সহ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেন, এক ফসলী বোর ফসলের বাঁধ সুরক্ষার জন্য প্রশাসনকে নির্দেশ প্রদান করেন, ফসল রক্ষা বাঁধে কোন অনিয়ম চলবে না। সঠিক সময়ে বাঁধের কাজ শেষ করতে হবে।
বিপি/টিআই