Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে আবারও ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রে আবারও ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্য থেকে আবারও ভারতীয় বংশোদ্ভূত এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্য থেকে উদ্ধার করা হয়েছে ১৯ বছর বয়সী শ্রেয়াস রেড্ডি বেনিগারের লাশ। ওই শিক্ষার্থী লিন্ডার স্কুল অব বিজনেসের শিক্ষার্থী ছিলেন।চলতি বছর এ নিয়ে চার শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হল দেশটিতে। এক মাসের মধ্যেই চার ছাত্রের মৃত্যু ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত।
স্থানীয় পুলিশ তদন্ত শুরু করলেও মৃত্যুর কারণ জানা যায়নি এখনো। এ নিয়ে চলতি বছর চার ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হল দেশটিতে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নিউ ইয়র্কের ভারতীয় দূতাবাস।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের পোস্টে নিউইয়র্কের ভারতীয় কনস্যুলেট বলেছে, ‘ওহাইওতে ভারতীয় বংশোদ্ভূত ছাত্র শ্রেয়াস রেড্ডি বেনিগারের দুর্ভাগ্যজনক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে। তবে, এ পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবারের সাথে কনস্যুলেটের যোগাযোগ রয়েছে ও তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে।’
এর পূর্বে, যুক্তরাষ্ট্রের পারডিউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নীল আচার্য দুই দিন নিখোঁজ থাকার পর গেল মঙ্গলবার (৩০ জানুয়ারি) তার লাশ পাওয়া যায় ক্যাম্পাসে। রোববার (জানুয়ারি) নীল আচার্যের মা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টের মাধ্যমে তার নিখোঁজ হওয়ার ব্যাপারটি নিশ্চিত করে। এর দুই দিন পর ক্যাম্পাস থেকে উদ্ধার করা হয় নীলের লাশ। কিন্তু, মৃতুর কারণ এখনো জানা যায়নি।
গেল ১৬ জানুয়ারি জর্জিয়ায় বিবেক সাইনি নামের ২৫ বছর বয়সী এক শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে আঘাত করে মেরে ফেলে এক গৃহহীন ব্যক্তি। বিবেক যে দোকানে খণ্ডকালীন কাজ করতেন, সেখানেই আশ্রয় দেয়া হয়েছিল ওই ঘাতক ব্যক্তিকে। খাবার ও আশ্রয় পাওয়ার পর ওই ব্যক্তির আচরণ ভাল না হওয়ায় স্টোর ছেড়ে চলে যেতে বলা হয় তাকে। এরপরই হাতুড়ি দিয়ে জখম করে বিবেককে হত্যা করে ঘাতক।
এছাড়া, বছরের শুরুতে হাইপোথার্মিয়ায় মারা যায় যুক্তরাষ্ট্রে বসবাসরত আরেক শিক্ষার্থী আকুল ধাওয়ান। পরিবারের দাবি, বেশ কিছুক্ষণ নিখোঁজ থাকার পর তার লাশও পাওয়া যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে।

বিপি।এসএম

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী