নিজস্ব প্রতিবেদক: নিউ ইয়র্কের পাতাল ট্রেনে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ২৩ ৯ফেব্রুয়ারি০ ভোরে ব্রঙ্কসে সাবওয়ে ৯পাতাল ট্রেনে০ এ ঘটনাটি ঘতে। ডাউন টাউনের দিকে যাত্রাকারী ‘ডি’ ট্রেনে একটি গ্রুপের কয়েক ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে এক পর্য়ায়ে তা সহিংসতায় রুপ নেয়। উভয়ের মধ্যে শুরু হয় গলাগুলি। এতে ৪৫ বছর বয়সের এক ব্যক্তি গুরুতর আহত হলে তাকে নিকটস্থ সেন্ট বারনাবাস হাসাতালে ভর্তি করা হয়। পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
ব্রঙ্কসে পুলিশ জানায়, ঘটনার প্রকৃত রহস্য এখনও জানা যায়নি। বন্ধুকধারী পালিয়ে গেছে। এর ফলে ব্রঙ্কসের ডি ট্রেনের ১৮২-১৮৩ স্ট্রীট স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। ডি ও বি ট্রেন দুটি ঐ স্টেশনটি বাইপাস করে যাতায়াত করে। নিউ ইয়র্ক পুলিশ ঘটনাটি তদন্ত করছে। পুলিশ বলেছে, গুলাগুলির পরমুহূর্তে কালো ড্রেস পরিহিত তিন ব্যক্তিকে সাবওয়ে স্টেশন থেকে পালাতে দেখা গেছে।
বিপি।এসএম