নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে জয় পেলেও চরম অস্বস্তিতে ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর প্রসাশনের গাজা নীতির কারণে আরব মিশিগানের আরব বংশোদ্ভুত মার্কিন মুসলমানরা তাঁর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন।
যুক্তরাষ্ট্রের ‘সুইং স্টেট’ বা দোদুল্যমান অঙ্গরাজ্য মিশিগানে প্রাথমিক প্রেসিডেন্ট নির্বাচনে জয় মিলেছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের। তবে গাজা যুদ্ধে ইসরাইলের পক্ষে তার অনড় অবস্থান তাতে প্রভাব ফেলেছে। এখন পর্যন্ত ২৫ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর ৮০ শতাংশ বাইডেনের পক্ষে রয়েছে। এর মধ্যে ১৪ দশমিক ৫ শতাংশ অনিশ্চিত ছিল।
মিশিগান অঙ্গরাজ্যের হিসেবে একেবারে অন্যরকম। এখানে কে জিতবে, তা বলা কঠিন। এখানের বৃহৎ একটি অংশ আরব বংশোদ্ভুত মার্কিন মুসলমান। তারা বাইডেন প্রসাশনের গাজা নীতির কারণে প্রাথমিক নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টিকে বর্জনের আহ্বান জানিয়েছিল।
মিশিগানে বিপুল আরব বংশোদ্ভূত মার্কিন নাগরিকের বসবাস। তাদের অনেকে বাইডেনের গাজা-সংক্রান্ত নীতিমালার বিরোধী। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার ডেমোক্র্যাটদের প্রাথমিক বাছাই পর্বের ভোটাভুটির সময় ব্যালটে ‘আনকমিটেড’ অংশটি চিহ্নিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়েছিল। বাইডেনের বিরুদ্ধে অন্তত ১০ হাজার ভোটের লক্ষ্য ছিল তাদের। তবে, প্রত্যাশার তুলনায় কয়েক গুণ বেশি মানুষ দিয়েছেন সাড়া।
বিপি।এসএম