বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে নির্বাচন করতে পারবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মার্কিন সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। খবর বিবিসি।
গত ডিসেম্বরে কলোরাডোর সুপ্রিম কোর্ট সংবিধানের বিদ্রোহ বিষয়ক একটি ধারার প্রয়োগ করে বলেছিল, ওই রাজ্যে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডোনাল্ড ট্রাম্প যোগ্য হবেন না। আদালতের জারি করা রুলের মর্মার্থ ছিলো, ট্রাম্প ওই রাজ্যের জন্য আর প্রার্থী হবার যোগ্য নন। আদালতে সাতজন বিচারকের মধ্যে চারজন এই রায়ের পক্ষে মত দিয়েছিলেন আর তিনজন বিপক্ষে।
কোন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীকে অযোগ্য ঘোষণার জন্য দেশটির সংবিধানের বিধান দেশটির ইতিহাসে প্রথমবারের মতো প্রয়োগ করা হয়েছিল। সোমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১৪তম সংশোধনীর নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে কলোরাডোর শীর্ষ আদালত তাকে বৈধ ঘোষণা করেন। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা ৮ ফেব্রুয়ারি একটি শুনানিতে এই পদক্ষেপ নিয়ে সন্দিহান ছিলেন এবং রাষ্ট্রকে তার কর্তৃত্ব অতিক্রম করার জন্য অভিযুক্ত করেছিলেন।
তবে আজ আদালত জানিয়েছেন, ব্যালটে থাকছেন ট্রাম্প। এর মানে ট্রাম্প আগামী প্রাইমারি নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন নিয়ে অংশ নিতে পারবেন।
বিপি>আর এল