বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘পাগল’ বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত দিমিত্রি মেদভেদেভ। শুক্রবার এক টুইটে তিনি বলেন, ‘বাইডেন একটা পাগল। এটা আমেরিকার জন্য অসম্মানজনক। এ ছাড়া ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্টের সঙ্গে নিজেকে তুলনা করার কোনো অধিকার বাইডেনের নেই।’
বার্তা সংস্থা রয়টার্স বলছে, এর আগে গত বৃহস্পতিবার স্টেট ইউনিয়নে এক ভাষণে ১৯৪১ সালের একটি রেফারেন্স টানেন বাইডেন। এ সময় তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্টের একটি ভাষণকেই ইঙ্গিত করেন।
স্টেট ইউনিয়ন আমেরিকার অনেক পুরোনো একটি রীতি। দেশটির সাংবিধানিক রীতি অনুযায়ী নির্ধারিত সময় পর পর কংগ্রেসকে স্টেট ইউনিয়ন সম্পর্কে তথ্য দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে প্রেসিডেন্টের। তিনি যেসব বিষয়কে প্রয়োজন ও সমীচীন মনে করেন, বিবেচনায় নেওয়ার জন্য সেইসব প্রস্তাবের ব্যাপারে কংগ্রেসের কাছে সুপারিশও করতে পারেন। এই ভাষণ দেশের নীতি নির্ধারণে ব্যাপক প্রভাব ফেলে। সারা বছর কোন ধরনের নীতি গ্রহণ করা হবে তাও এই ভাষণে নির্ধারিত হয়। ভাষণে বাইডেন অভিযোগ করেন, ট্রাম্পের আমলে রিপাবলিকানরা পুতিনের কাছে মাথা নত করেছিলেন। তিনি করবেন না। এসময় ট্রাম্পকে বিপজ্জনক হিসেবেও আখ্যায়িত করেন বাইডেন।
বাইডেনের ভাষণের ব্যাপারে মন্তব্য করেন রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ। তিনি বলেন, ‘হুইটচেয়ারে বসেও আমেরিকার মন্দা দূর করেছেন রুজভেল্ট। অপরদিকে বাইডেন হচ্ছে একটা পাগল। তিনি এই মানসিক সমস্যার কারণে মানবতাকে দোজখে পরিণত করেছেন।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক টুইটে মেদভেদেভ আরও বলেন, ‘ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট সবার সঙ্গে মিলে শান্তির জন্য লড়াই করেছেন। এতে সোভিয়েত ইউনিয়নও ছিল। অপরদিকে বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগানোর পায়তারা করছেন। রুজভেন্ট ফ্যাসিবাদীদের বিরুদ্ধে লড়ছেন, আর বাইডেন লড়ছেন তাদের পক্ষে।’
বিপি>আর এল