Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে ‘মেগা মিলিয়ন’ লটারির ড্র শুক্রবার

যুক্তরাষ্ট্রে ‘মেগা মিলিয়ন’ লটারির ড্র শুক্রবার

যদি লাইগ্যা যায়

by bnbanglapress
A+A-
Reset

নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার (২২ মার্চ) যুক্তরাষ্ট্রের ইতিহাসে ষষ্ঠ বৃহত্তম অংকের পুরস্কারের ৯৭৭ মিলিয়ন ডলারের (প্রায় ১ বিলিয়ন) ‘মেগা মিলিয়ন’ লটারির ড্র অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন অঙ্গরাজ্যের গ্রোসারি ও গ্যাস ষ্টেশনের দোকানগুলো এ লটারির টিকেট কেনার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে মানুষ। স্থানীয় সময় শুক্রবার রাত ১১:৫৯ মিনিটে পাওয়ার বল লটারির ড্র সরাসরি দেখানো হবে বেশ কয়েকটি টিভি চ্যানেলে। প্রতি মঙ্গল ও শুক্রবার যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য জুড়ে একযোগে মেগা মিলিয়ন লটারির ড্র অনুষ্ঠিত হয়ে থাকে।
গত মঙ্গলবারের ড্রয়িং কেউ জিততে না পারায় জ্যাকপটটি ৯৭৭ মিলিয়ন ডলারে এসে পৌঁছেছে। যা এখনও গেমের ইতিহাসে ষষ্ঠ বৃহত্তম পুরস্কার। লটারির নিয়ম অনুযায়ী শুক্রবারের বিজয়ী বিকল্প হিসেবে নগদ পাবেন ৪৬১ মিলিয়ন ডলার।

মেগা মিলিয়নস জ্যাকপট ২০২৩ সালের ডিসেম্বর থেকে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর আগে ক্যালিফোর্নিয়ার দুটি টিকিটে ৩৯৪ মিলিয়ন জ্যাকপট ভাগ করে নেন দু’জন বিজয়ী। মেগা মিলিয়নস লটারিতে এখন পর্যন্ত সবচেয়ে বড় জ্যাকপট জিতেছিল ২০২৩ সালের আগস্টে। একটি একক টিকিটে ফ্লোরিডার নেপচুন বিচ থেকে একজনেই ১.৬০২ বিলিয়ন পুরস্কার জিতেছিল।
এছাড়াও আগামী শনিবার (২৩ মার্চ) ৭৫০ মিলিয়ন ডলার পুরুস্কারের ‘পাওয়ার বল’ নামের আরেকটি লটারির ড্র অনুষ্ঠিত হবে।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী