Home আন্তর্জাতিক ফিনল্যান্ডের ভানতা শহরের স্কুলে গোলাগুলি, আহত ৩ জন

ফিনল্যান্ডের ভানতা শহরের স্কুলে গোলাগুলি, আহত ৩ জন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: ফিনল্যান্ডের ভানতা শহরের একটি স্কুলে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১৩ বছরের তিন শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশ বলছে, স্থানীয় সময় মঙ্গলবার (০২ এপ্রিল) এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই পুলিশ স্থানী বাসিন্দাদের ঘরের মধ্যে থাকার আহ্বান জানিয়েছে। খবর বিবিসি

এ ঘটনায় অভিযুক্ত ১৩ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই স্কুলটিতে ৮০০ শিক্ষার্থী এবং ৯০ জন স্টাফ রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা দেশটির টেলিভিশন ওয়াইএলইকে জানায়, ঘটনাস্থল থেকে দুটি অ্যাম্বুলেন্সকে বের হতে দেখা গেছে।

দীর্ঘ সময় ছুটি কাটিয়ে শিক্ষার্থীরা স্কুলে ফেরার পরই এমন ঘটনা ঘটল। স্কুলটিতে ৭ থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থী রয়েছে। এখানে একসঙ্গে প্রাইমারি এবং হাইস্কুল রয়েছে।

স্কুলটিতে গোলাগুলির সময় শিক্ষার্থীদের বাবা-মা এসে জড়ো হন। ভানতা ফিনল্যান্ডের বড় শহরগুলোর একটি। এখানে প্রায় ২ লাখ ৪০ হাজার মানুষের বসবাস।

২০০৭ এবং ২০০৮ সালে ফিনল্যান্ডে স্কুলে ভয়াবহ দুটি বন্দুক হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পরই অস্ত্র আইন কঠোরের বিষয়টি সামনে আসে। তারপরও সরকারি হিসাব অনুযায়ী ৫৫ লাখ মানুষের এই দেশে ৪ লাখ ৩০ হাজার লাইসেন্স অস্ত্র রয়েছে।  

২০০৭ সালে ১৮ বছর বয়সী এক শিক্ষার্থী তুসুলা শহরের একটি স্কুলে বন্দুক হামলা চালিয়ে প্রধান শিক্ষকসহ সাত ছাত্রকে হত্যা করে। পরের বছর অন্য এক শিক্ষার্থী কুয়াজোকি শহরের একটি স্কুলে বন্দুক হামলা চালিয়ে শিক্ষকসহ ৯ ছাত্রকে হত্যা করে।

বিপি/টিআই

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী