205
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার (৫ এপ্রিল) সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে নিউইয়র্ক। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নিউইয়র্ক থেকে ৫০ মাইল উত্তরের নিউ জার্সির লেবাননে।
শুক্রবার সকালে নিউইয়র্ক সিটির অসংখ্য মানুষ এই কম্পন অনুভব করেন। ওই সময় অনেক বাড়ি-ঘরও কেঁপে ওঠে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, এটি ছিল একটি ভূমিকম্প।
এদিন ভূমিকম্প অনুভূত হওয়ার পর নিউইয়র্কের পূর্বাঞ্চলীয় বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেয়া হয়। নিউইয়র্ক পুলিশ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পুরো শহরজুড়ে ভূমিকম্পের সাইরেন বেজে ওঠে।
বিপি/টিআই