বাংলাপ্রেস ডেস্ক: সিরিয়ার ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলার পর আতঙ্কে ভুগছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে ইরানের সম্ভব্য হামলা ঠেকাতে মধ্যপ্রাচ্যে উচ্চ সতর্কতা জারি করেছে ওয়াশিংটন।
সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে ইরান ইসরায়েলে হামলা চালাতে পারে এজন্য নিজেদের সম্পত্তি রক্ষায় যুক্তরাষ্ট্র সেখানে উচ্চ সতর্কতা আরোপ করেছে।
গত সোমবার ইসরায়েলি যুদ্ধ বিমান সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি দূতাবাসে হামলা চালায়। এতে ইরানের সামরিক বাহিনীর কমান্ডার নিহত হয়। এ ঘটনাই প্রমাণ করে ইসলায়েলি যুদ্ধ এখন একটি আঞ্চলিক যুদ্ধে পরিণত হয়েছে।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, ইসরায়েলের ওই বিমান হামলায় তাদের সাত উপদেষ্টা নিহত হয়েছে। এর মধ্যে রয়েছে- কুদস ফোর্সের সিনিয়র কমান্ডার মোহাম্মাদ রেজা জাহেদি।
ইসরায়েলের এ হামলার পর পাল্টা হামলা হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহেরানের পাল্টা হামলার হুমকি নিয়ে বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ইসরায়েলকে ইরানের হামলা থেকে রক্ষায় যুক্তরাষ্ট্র সেখানে সর্বাত্মক শক্তি নিয়োগ করবে।
বিপি/টিআই