Home আন্তর্জাতিক বিরল সূর্যগ্রহণ শুরু, প্রথম সাক্ষী হলো যে দেশ

বিরল সূর্যগ্রহণ শুরু, প্রথম সাক্ষী হলো যে দেশ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: অবশেষে বিরল সূর্যগ্রহণ শুরু হয়েছে। উত্তর আমেরিকার প্রথম দেশ হিসেবে মেক্সিকোতে এটি দেখা গেছে। তবে তা আংশিকভাবে। ধারণা করা হচ্ছে, দেশটির মাজাতলানে ১ ঘণ্টার মধ্যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দর্শন মিলবে। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, উত্তর আমেরিকা অঞ্চলের ওপর দিয়ে যাবে বিরল সূর্যগ্রহণ। অর্থাৎ যুক্তরাষ্ট্র, কানাডা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এর দেখা মিলবে। তবে তা আংশিকভাবে। তাই মেক্সিকো নিয়ে মানুষের কৌতুহল বেশি। এ নিয়ে রীতিমতো রোমাঞ্চিত তারা। কারণ, শুধু দেশটিতেই পূর্ণ সূর্যগ্রহণের দেখা মিলবে।

মেক্সিকোর নাগরিকদের পূর্বপুরুষরা আকাশ পর্যবেক্ষক সমাজের অংশ ছিলেন। দেশটির প্রাচীন মায়া ও অ্যাজটেক সভ্যতার মানুষ নক্ষত্ররাজি, চাঁদ, সূর্যের বিভিন্ন অবস্থান দেখে ধর্মীয় আচারাদি পালন করতেন। এসবের শক্তি নিয়ে নানারকম বিশ্বাসও পোষণ করতে তারা।

অতীতে সূর্যগ্রহণ সম্পর্কে জানতেন মেক্সিকানরা। সেই সঙ্গে এর ভবিষ্যদ্বাণীও করতে পারতেন। বর্তমানে এরকম হাজার হাজার নিদর্শন আছে দেশটিতে।

সাধারণত, সূর্যগ্রহণের স্থায়িত্ব ও দৃশ্যমানতা নির্ভর করে ভৌগোলিক অবস্থানের ওপর। এটি ৭ দশমিক ৫ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। বিজ্ঞানীদের মতে, গত ৫০ বছরের মধ্যে এবারে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দীর্ঘতম। সর্বশেষ ১৯৭৩- এ রকম দীর্ঘ দেখা গিয়েছিল।

মূলত পৃথিবী ও সূর্যের মধ্যে চাঁদ অবস্থান করলে গ্রহণ হয়। চাঁদের অবস্থান অনুযায়ী, সূর্যগ্রহণের ধরণ নির্ভর করে। উপগ্রহটির ছায়ায় সূর্য পুরোপুরি ঢেকে গেলে তাকে পূর্ণগ্রাস গ্রহণ বলা হয়। সেটিই হতে চলেছে।

 

বিপি/টিআই

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী