বাংলাপ্রেস ডেস্ক: ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। পরিপ্রেক্ষিতে সোমবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। রোববার (১৪ এপ্রিল) বিশ্লেষকরা এসব কথা বলেছেন।
তবে তারা জানিয়েছেন, আগামীতে জ্বালানি পণ্যটির মূল্য আরও বাড়বে কিনা, সেটা নির্ভর করছে ইসরায়েল ও পশ্চিমারা কিভাবে প্রতিশোধ নেয়ার পথ বেছে নেবে, সেটার ওপর।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। তাতে ইরানের সামরিক বাহিনীর দুই ব্রিগেডিয়ারসহ ১৩ কর্মকর্তা নিহত হন।
সেই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধ নেয়ার প্রত্যয় ব্যক্ত করে ইরান। শনিবার (১৩ এপ্রিল) রাতে সেটারই জবাব দেয়া হয়েছে। এ নিয়ে দীর্ঘদিন পর ইসরায়েলের ভূখণ্ডে প্রত্যক্ষ হামলা চালালো ইরান। তাতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বৃহৎ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইতোমধ্যে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের দর বেড়ে দাঁড়িয়েছে ৯২ ডলার ১৮ সেন্টে। বিগত ৬ মাসের মধ্যে যা সর্বোচ্চ। গত অক্টোবরের এত মূল্য দেখেননি বিশ্ববাসী। সেটা আরও বাড়তে পারে বলে শঙ্কা জেগেছে।
বিশ্বখ্যাত অয়েল ব্রোকার পিভিএমের টমাস ভার্গা বলেন, আসন্ন সপ্তাহের প্রথম কার্যদিবসে ব্যবসা-বাণিজ্য শুরু হলেই তেলের দাম বৃদ্ধি পাবে। এখন পর্যন্ত সেই আশা করা হচ্ছে।
বিপি/টিআই