Home আন্তর্জাতিক ইসরাইল হামলা চালালে মোকাবিলা কিভাবে করবে জানাল ইরান

ইসরাইল হামলা চালালে মোকাবিলা কিভাবে করবে জানাল ইরান

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: ইসরাইলের যেকোনো আক্রমণ মোকাবিলা করতে ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে তেহরান। দেশটির বিমান বাহিনীও বলেছে যে, তারা ‘পদক্ষেপ’ নেয়ার জন্য প্রস্তুত। এদিকে ইরানের নৌবাহিনীর কমান্ডার বলেছেন, তারা লোহিত সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিচ্ছে।

সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমস জানিয়েছে, গেল ১ এপ্রিল দামেস্কে ইরানের একটি কূটনৈতিক কম্পাউন্ডে সন্দেহভাজন ইসরাইলি হামলার ‘প্রতিশোধ’ হিসেবে ইরান গত সপ্তাহান্তে ইসরাইলের ওপর প্রথমবারের মতো সরাসরি হামলা চালায়।

ইসরাইল বলেছে, তারা পাল্টা আঘাত করবে এবং এর সম্ভাব্য উপায়গুলো নিয়ে আলোচনা করার জন্য ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা বুধবার (১৭ এপ্রিল) বৈঠক করবে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বুধবার সেনা দিবস উপলক্ষে আয়োজিত এক কুচকাওয়াজে বলেছেন, ‘‘আমাদের মাটিতে ইহুদিবাদী শাসকদের (ইসরাইল) যেকোনো আক্রমণের কঠোর জবাব দেয়া হবে।’’

ইসলামিক রিপাবলিক অব ইরান এয়ার ফোর্সের কমান্ডার একই অনুষ্ঠানে সতর্ক করে বলেছেন, রাশিয়ার তৈরি সুখোই-২৪ সহ তাদের যুদ্ধবিমানগুলো ইসরাইলি হামলা মোকাবিলা করার জন্য তাদের ‘সর্বোত্তম প্রস্তুতিমূলক অবস্থায়’ রয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল আমির ভাহেদি বলেন, এয়ার কভারেজ এবং বোমারু বিমানসহ সব ক্ষেত্রেই আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে এবং আমরা যেকোনো অপারেশনের জন্য প্রস্তুত।

স্ট্রেইটস টাইমস বলছে, ইরানের মধ্যে রেভল্যুশনারি গার্ডের ঘাঁটি বা পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলোতে সরাসরি আক্রমণ ইসরাইলের পাল্টা আঘাত করার বিকল্পগুলোর মধ্যে একটি। ইরানের বাইরেও লক্ষ্যবস্তু রয়েছে।

আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির তথ্যানুসারে, অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, ইরানের নৌবাহিনী তাদের বাণিজ্যিক জাহাজগুলোকে লোহিত সাগরে নিরাপত্তা দিচ্ছে।

তিনি আরও বলেন, ‘নৌবাহিনী লোহিত সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দেয়ার একটি মিশন পরিচালনা করছে এবং আমাদের জামারান ফ্রিগেটটি এডেন উপসাগরে উপস্থিত রয়েছে।’ সূত্র: স্ট্রেইটস টাইমস, রয়টার্স

বিপি/টিআই

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী