Home আন্তর্জাতিক সুইজারল্যান্ডের শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ

সুইজারল্যান্ডের শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ

A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের শতাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজ বিক্ষোভে উত্তাল। যুক্তরাষ্ট্রে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশে।

আয়ারল্যান্ডের পর সর্বশেষ সুইজারল্যান্ডের শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভে যোগ দিয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে সহযোগিতা বন্ধের দাবিতে ও গাজায় যুদ্ধের প্রতিবাদে লুসান বিশ্ববিদ্যালয়ের একটি ভবন দখল করে প্রায় ১০০ শিক্ষার্থী বিক্ষোভ করেছে।

একজন বিক্ষোভকারী স্থানীয় গণমাধ্যমে বলেন, ২০০ দিনেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিরা নিহত হচ্ছে কিন্তু আমাদের কথা শোনা হচ্ছে না। সুইস টেলিভিশনকে ওই বিক্ষোভকারী বলেন, এখন সরকারগুলোকে পদক্ষেপ নিতে বাধ্য করার জন্য বিশ্বব্যাপী আন্দোলন চলছে, কিন্তু তা হচ্ছে না। এজন্য আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে এখনই সম্পৃক্ত করতে চাই।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসের কাজে বিঘ্ন না ঘটলে সোমবার পর্যন্ত এই বিক্ষোভ চলতে পারে। রেক্টর ফ্রেডেরিক হারম্যান আরটিএস রেডিওকে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনৈতিক অবস্থান নিতে বলা হয় না। সূত্র : আল জাজিরা

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী