Home আন্তর্জাতিক গেস্টাপো প্রশাসন চালাচ্ছেন ডেমোক্র্যাটরা: ট্রাম্প

গেস্টাপো প্রশাসন চালাচ্ছেন ডেমোক্র্যাটরা: ট্রাম্প

A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে নাৎসি প্রশাসনের সঙ্গে তুলনা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বাইডেন প্রশাসন এখন ‘গেস্টাপো প্রশাসন’ চালাচ্ছে। শনিবার ফ্লোরিডার পাম বিচের মার-এ-লাগো রিসোর্টে একটি নৈশভোজে এ মন্তব্য করেন তিনি। সোমবার এপির খবরে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের হাতে আসা এক অডিও রেকর্ডিংয়ে ট্রাম্পকে বলতে শোনা গেছে, ডেমোক্র্যাটরা গেস্টাপো প্রশাসন চালাচ্ছেন। আর এটাই একমাত্র জিনিস, যা তাদের কাছে আছে। আর এই উপায়ে তারা তাদের মতামতে জয়ী হতে পারেন। আসলে এটা তাদের শেষ করে দিচ্ছে। কিন্তু এতে আমার কিছু যায় আসে না।

ট্রাম্প দাবি করেন, তার বিরুদ্ধে যে চারটি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে তার পেছনে আছেন প্রেসিডেন্ট বাইডেন। এ বিষয়ে ট্রাম্পের ক্যাম্পেইন টিমের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি। তবে হোয়াইট হাউজের মুখপাত্র অ্যান্ড্রুবেইটস এক বিবৃতিতে ট্রাম্পের বিরুদ্ধে ফ্যাসিবাদী বক্তব্যের সঙ্গে সুর মেলানোর অভিযোগ আনেন।

তিনি বলেছেন, ট্রাম্প নব্য নাৎসিদের সঙ্গে মধ্যাহ্নভোজ করছেন আর বিভিন্ন ষড়যন্ত্র-তত্ত্ব সমর্থন করছেন। যার কারণে সাহসী অনেক পুলিশ সদস্যকে প্রাণ দিতে হয়েছে। বেইটস আরও বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের চারপাশে মার্কিন জনগণকে একত্র করছেন প্রেসিডেন্ট বাইডেন। অন্যদিকে অ্যাডভোকেসি গ্রুপ জুইশ কাউন্সিল ফর পাবলিক অ্যাফেয়ার্স নাৎসি তুলনার নিন্দা করেছে।

এবারই প্রথম নয়। আগেও বাইডেনকে ২০ শতকের ‘অত্যাচারীদের’ সঙ্গে তুলনা করেন ট্রাম্প। চলতি বছরের শুরুর দিকে টেক্সাসে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) একটি বক্তৃতায় তিনি ‘জো বাইডেনের নির্দেশে স্ট্যালিনিস্ট শো ট্রায়াল চালানো’র নিন্দা করেছিলেন। আর গত বছরে একটি ক্যাম্পেইনে বাইডেনকে ‘দুর্নীতিগ্রস্ত তৃতীয় বৈশ্বিক স্বৈরশাসক’ হিসাবে আখ্যা দেন।

এদিকে ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে বিস্তারিত পরিকল্পনাও গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি এই পরিকল্পনা প্রকাশ করতে চান না। এই নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে লড়বেন তিনি। নাম না প্রকাশ করার শর্তে ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্র ডেইলি টেলিগ্রাফকে এ পরিকল্পনার কথা জানিয়েছেন। যুক্তরাজ্যের এই পত্রিকার বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসও এ খবর প্রকাশ করেছে।

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী