Home আন্তর্জাতিক লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি

লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি

A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় গুজরাটের গান্ধীনগর কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার (৭ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার একটু পরই ভোট কেন্দ্রে পৌঁছান মোদি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিজের রাজ্য গুজরাটের আহমেদাবাদের ভোটার তিনি। আহমেদাবাদের রানিপ এলাকার নিশান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি। মোদিকে ভোটকেন্দ্রে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে মোদি—শাহ দুজনে একসঙ্গে ভোট বুথের দিকে এগিয়ে যান। এ সময় কেন্দ্রের ভেতরে ও বাইরে উপস্থিত ভক্ত-সমর্থকেরা উল্লসিত হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

 

এই ভোটকেন্দ্রটি গান্ধীনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। মোদির দল বিজেপি থেকে সেখানকার এবারের প্রার্থী অমিত শাহ। ভোটদানের পর অমিত শাহকে শুভেচ্ছা জানান তিনি।

ভোটকেন্দ্র থেকে বেরিয়ে তিনি অমোচনীয় কালি লাগানো হাতের আঙুল তুলে ধরেন। এ সময় তাঁর সমর্থকেরা উল্লাস প্রকাশ করেন।

ভোট দেওয়ার পর মোদি তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেন। এতে তিনি লিখেছেন,২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট দিয়েছি।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদিকে সাধারণত এভাবে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দিতে খুব কমই দেখা যায়। তৃতীয় দফা ভোটের দিন কার্যত নজিরবিহীন চিত্রই দেখা গেল আহমেদাবাদে।

সংবাদিকদের মোদি বলেন, আজ লোকসভা নির্বাচনের তৃতীয় দফা ভোট। আমি দেশবাসীর কাছে বিশেষভাবে আবেদন জানাচ্ছি, সকলে গণতন্ত্রের এই উৎসবে শামিল হন। এটা সামান্য নয়, আমাদের দেশে ভোটদানের গুরুত্ব অনেক।

তিনি বলেন, এই আহমেদাবাদের বুথেই আমি বরাবর ভোট দিই। অমিত ভাই এই কেন্দ্রের প্রার্থী। সমস্ত রাজ্যের সমস্ত ভোটারদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

এদিন নরেন্দ্র মোদীকে দেখতে ভিড় উপচে পড়েছিল নিশান হায়ার সেকেন্ডারি স্কুলের বাইরে। রাস্তার দু’ধারে জড়ো হয়েছিলেন প্রচুর মানুষ। তারা হাত নেড়ে মোদিকে অভিবাদন জানান। মোদি মোদি স্লোগান শোনা যায় সর্বত্র।

প্রধানমন্ত্রীকেও দেখা যায় ভিড়ের দিকে এগিয়ে যেতে। কারও সঙ্গে সেলফি তোলেন, কাউকে দেন অটোগ্রাফ। যদিও এটি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ বলে অভিযোগ উঠতে শুরু করেছে বিরোধী দলের পক্ষ থেকে।

গুজরাট ছাড়াও আজ কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, আসাম, গোয়া, পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যে ভোট হচ্ছে। এছাড়া ভোট হচ্ছে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা-নগর হাভেলি ও দমন-দিউয়ে। এই ধাপে বিজেপির একাধিক হেভিওয়েট নেতা লড়ছেন।

 

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী