গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার ৩৭টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। রাতে ভোট গণনা শেষে নির্বাচনে ফলাফল ঘোষণা করেন সহকারি রিটার্র্নি অফিসার ও নির্বাচন অফিসার মো.শামীম হোসেন।
এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৌহিদ হাসান তুহিন। তিনি টিয়া পাখি প্রতীকে ভোট পেয়েছেন ১৪৬২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি মজিবর রহমান মাইক প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৪০১০ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন সুলতানা রাজিয়া। তিনি এবারও কলস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৬৯৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি সৌমা চৌধুরী ফুটবল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৭৯৩৮ ভোট। সুলতানা রাজিয়া টানা চারবারের মতো নির্বাচিত হলেন।
এবারের নির্বাচনে আওয়ামীলীগের তিন প্রভাবশালী নেতাকে হারিয়ে নতুন মুখ প্রার্থীদের মধ্যে সর্বকনিষ্ঠ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিজাম উদ্দিন খান। তার বিজয় নিয়ে উপজেলার সর্বত্র জুড়ে চলছে ব্যাপক আলোচনা।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, তেঁতুলিয়া উপজেলায় মোট ভোটার ১ লাখ ৪ হাজার ৮১৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫২ হাজার ৩৬৭ জন ও নারী ভোটার ৫২ হাজার ৪৪৭ জন। ৩৭টি কেন্দ্র অনুষ্ঠিত হয় ভোট। এ নির্বাচনে তেঁতুলিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ২ জন প্রতিদ্বন্ধিতা করেছেন।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.শামীম হোসেন জানান, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন। এ নির্বাচন গতকাল বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। নির্বাচন করতে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছিল। রাতে আমরা উপজেলার ভোটের ফলাফল প্রকাশ করেছি।