বাংলাপ্রেস ডেস্ক: আফগানিস্তানের উত্তর অঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ১৫৩ জন মারা গেছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার (১১ মে) দেশটির ক্ষমতাসীন তালেবান সরকারের কর্মকর্তাদের বরতে এই তথ্য জানিয়েছে বিবিসি।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বিবিসিকে বলেছেন, বাঘলান প্রদেশে অন্তত ১৩১ জন এবং তাখারে ২০ জন মারা গেছেন। মৃতদের অধিকাংশ বাঘলানের বোরকা জেলার। এ ছাড়া এই জেলায় দুই শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
এর আগে তালেবান সরকারের এই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বাঘলানে সেনা হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে তদের কাছে রাতের আঁধারে দেখার মতো কোনো যন্ত্র না থাকায় উদ্ধার অভিযান সফল না-ও হতে পারে।
এবারের বন্যার আগে গত মাসে আফগানিস্তানের পশ্চিম অঞ্চলে বন্যায় কয়েক ডজন মানুষ মারা যান। এ ছাড়া ওই বন্যায় প্রায় দুই হাজার ঘরবাড়ি, তিনটি মসজিদ ও চারটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছিল।
চার দশক ধরে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান বিশ্বের অন্যতম দরিদ্র রাষ্ট্র। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে দেশটি ব্যাপক ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া বিশ্বে যে গ্রিন হাউজ গ্যাস নির্গত হয় তার ০.০৬ শতাংশ নির্গত হয় এই আফগানিস্তানে। ফলে দেশটি চরম ঝুঁকির মধ্যে রয়েছে।
বিপি/টিআই