Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে কুকুরের পর এবার বিড়াল পেল সম্মানসূচক ‘ডক্টরেট’ ডিগ্রি

যুক্তরাষ্ট্রে কুকুরের পর এবার বিড়াল পেল সম্মানসূচক ‘ডক্টরেট’ ডিগ্রি

by bnbanglapress
A+A-
Reset

নিজস্ব প্রতিবেদক: কুকুরের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভের তিন বছর পর এবার একটি বিড়ালকে সম্মানসূচক ‘ডক্টরেট অব লিটারেচার’ বা ডি. লিট উপাধীতে ভূষিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়। বিড়ালটির নাম ম্যাক্স। ভারমন্ট স্টেট ইউনিভার্সিটির ছাত্রদের স্নাতক অনুষ্ঠানে বিড়ালটিকে এই ডিগ্রিতে ভূষিত করা হয়।
এর আগে গত ২০২০ সালে ভার্জিনিয়া টেকের কলেজ অফ ভেটেরিনারি মেডিসিনে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পান মুস নামে একটি কুকুর। ল্যাব্রাডর রিট্রিভার, কুক কাউন্সেলিং সেন্টারের ৮ বছর বয়সী থেরাপি কুকুরটি ২০১৪ সাল থেকে ভার্জিনিয়া টেকের সাথে ছিলেন। স্কুলের চারটি থেরাপি প্রাণীর একজন এবং মানসিক স্বাস্থ্য সচেতনতার জন্য দূত ছিলেন এ কুকুরটি৷
এবারে ভারমন্ট স্টেট ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত এ বিড়ালটি বন্ধুসুতি। এই বিড়ালটিকে তার ইঁদুর শিকারের দক্ষতা বা অতিরিক্ত ঘুমানোর জন্য নয় বরং তার সহচার্যের জন্যই স্বীকৃতি দিয়েছে ভারমন্ট স্টেট ইউনিভার্সিটির ক্যাসেলটন ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়টি একটি ফেসবুক পোস্টে বলেছে, ‘ম্যাক্স দ্য ক্যাট, অনেক বছর ধরেই ক্যাসেলটন পরিবারের একজন আদুরে সদস্য’।
ভারমন্ট স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসের প্রবেশদ্বারের পাশ দিয়ে বয়ে যাওয়া রাস্তায় পাশেই বাস করে এক পরিবার। সেই পরিবারেরই পোষা বিড়ালটি। বিড়ালের মালিক অ্যাশলে ডো বলেন, ‘বিড়ালটি ঠিক করেছে সে ক্যাম্পাসে যাবে। এরপর থেকেই সে কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা দিতে শুরু করে। আর শিক্ষার্থীরাও তাকে আদর করতে শুরু করে।’ বিড়ালটি প্রায় চার বছর ধরে ক্যাম্পাসে আসা যাওয়া করছে। বিড়ালটিকে পথের ধারে শুয়ে থাকতে দেখলেই সবাই তার সঙ্গে সেলফি নেয়।
এমনকি সাবেক ছাত্ররাও যখনই ক্যাম্পাসে আসেন তারা তখনই বিড়ালটির খোঁজ নিতে তার মালিক ডো-এর কাছে যান। ডো তাদের কাছে বিড়ালটির মা হিসেবেই বেশি পরিচিত। তবে বিড়াল ম্যাক্সের ডিগ্রিটি তার মালিক ডোকে দেওয়া হবে। কারণ বিশ্ববিদ্যালয়ের স্নাতক অনুষ্ঠানে বিড়ালকে আমন্ত্রণ জানানোর নিয়ম নেই।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী