186
নিজস্ব প্রতিবেদক: ইরানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারের খোঁজ পাওয়া গেলো। সরকারি টিভি জানিয়েছে, প্রাণের চিহ্ন নেই।
ইরানের সরকারি টিভি জানিয়েছে, উদ্ধারকারী দল দুর্ঘটনার জায়গায় পৌঁছে গেছে। কিন্তু সেখানে প্রাণের কোনো চিহ্ন নেই।এখনো পর্যন্ত জীবীত কাউকে পাওয়া যায়নি।
আরও পড়ুন :এখনও খোঁজ মেলেনি ইরানের প্রেসিডেন্ট রাইসির, মাঠে নেমেছে রাশিয়ার দল
ইরানের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার সম্পূর্ণভাবে পুড়ে গেছে। দুর্ভাগ্যজনকভাবে সবাই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সামবার সকালে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তার কিছুক্ষণের মধ্যেই জানানো হয়, সেখানে প্রাণের কোনো চিহ্ন তারা পাননি।
বিপি।এসএম