বাংলাপ্রেস ডেস্ক: ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এ বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, যুদ্ধ অনির্দিষ্টকাল ধরে চলা উচিৎ নয়। চিরতরে ন্যায়বিচারের অনুপস্থিত থাকাটাও অনুচিৎ। একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতিশ্রুতি ইচ্ছামতো নড়বড়ে হয়ে যাবে, এটা ঠিক নয়।
বৃহস্পতিবার চীন-আরব রাষ্ট্র সহযোগিতা ফোরামের দশম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শি জিনপিং। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শি বলেন, উন্নয়নের বিস্তৃত সম্ভাবনাময় ভূমি হচ্ছে মধ্যপ্রাচ্য। তবে চলমান যুদ্ধের কারণে এ অঞ্চলের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে না। গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ চরম আকার ধারণ করেছে। যুদ্ধের কারণে এ অঞ্চলের মানুষ সীমাহীন কষ্টের শিকার হচ্ছে।
তিনি বলেন, ১৯৬৭ সালের সীমান্তের ওপর ভিত্তি করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে সমর্থন করে চীন, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। আমরা জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ এবং আরও বিস্তৃত ও কার্যকর আন্তর্জাতিক শান্তি সম্মেলনে তাদের অন্তর্ভুক্তি সমর্থন করি।
গাজায় মানবিক সঙ্কট কমাতে ও সংঘাত-পরবর্তী পুনর্গঠনে সহায়তা করতে চীন তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান তিনি। সেইসাথে গাজায় জরুরি মানবিক সহায়তা দিতে জাতিসংঘের ত্রাণ সংস্থাকেও সহযোগিতা করার আশ্বাস দেন চীনা প্রেসিডেন্ট। সূত্র: সিনহুয়া
বিপি/টিআই