Home বাংলাদেশ যেসব জলদস্যু ফিরে আসেননি তাদের ক্ষমা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

যেসব জলদস্যু ফিরে আসেননি তাদের ক্ষমা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: যারা দস্যুতা ত্যাগ করবে না, তাদের কাউকে ক্ষমা করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরের র‌্যাব-৭ সদর দফতরে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ১২ জলদস্যু বাহিনীর এক নারীসহ ৫০ জন সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস নির্মূল করতে গিয়ে র‌্যাব-৩৩ সদস্য জীবন দিয়েছেন। হাজার হাজার সদস্য আহত হয়েছেন। অনেকের অঙ্গহানিও হয়েছে। তাই আমরা যেকোনো মূল্যে দস্যুতা দমন করবো। জলদস্যুতা জীবনে কখনও শান্তি আনবে না। দস্যুতা ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে না আসলে কাউকে ক্ষমা করা হবে না।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফ, পুলিশের মহাপরিদর্শক চৌধুরি আবদুল্লাহ আল-মামুন, র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা।

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী