Home বাংলাদেশ শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন বন বিভাগ কার্যালয়ের অফিসের সামনে সড়ক দূর্ঘটনায় নাভারন ডিগ্রী কলেজের অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপকসহ দুই জনের মৃত্যু হয়েছে। আজ ভোরে ফজরের নামাজ পড়তে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জনই শার্শা উপজেলার উত্তর বুরুজ বাগান এলাকার বন বিভাগ পাড়ায় বসবাস করতেন।

নিহতরা হলেন,উপজেলার গাতিপাড়া গ্রামের সুলতান আহমদের পুত্র নাভারন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক নাসির উদ্দিন ও ঝিকরগাছার নাভারন কলোনীর শ্যাম গাজির পুত্র জাপান বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনে নৈশ প্রহরী আলি বক্স।

নাভারণ হাইওয়ে থানার ইনচার্জ জয়ন্ত কুমার বসু বলেন,নাসির উদ্দিন ও আলি বক্স ভোরে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। এ সময় যশোর থেকে বেনাপোলগামী পণ্যবোঝায় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাঁপা দেয়।এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। চাপা দেওয়ার পর ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। লাশ উদ্ধার করে উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকের চালক ও সহকারি পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।

 

বিপি/টিআই

 

 

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী