বাংলাপ্রেস ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলে অনেক পিছিয়ে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল (ভারতীয় জনতা পার্টি) বিজেপি।
তার দল এবার সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বলে প্রকাশিত ফলে জানা গেছে।
এ ব্যাপারে মোদি বলেছেন, ভারতের জনগণ ‘টানা তৃতীয়বারের মতো’ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের ওপর ‘বিশ্বাস’ রেখেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক পোস্টে তিনি বলেন, ‘এটি ভারতের ইতিহাসে এক ঐতিহাসিক কীর্তি।
’
নয়াদিল্লিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদি বলেন, তিনি ‘মানুষের আকাঙ্খা পূরণ করতে গত এক দশক ধরে ভালো কাজ’ করেছেন এবং ভবিষ্যতেও সেই কাজ অব্যাহত রাখবেন।
মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যা পর্যন্ত প্রকাশিত ফল অনুযায়ী, ক্ষমতাসীন ভারতীয় জনতা তথা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ১১২টি আসন জিতেছে। এগিয়ে রয়েছে আরও ১৭৩টি আসনে।
বিপি/কেজে