Home বাংলাদেশ রুহিয়ায় Water.org কর্তৃক ইএসডিও নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানা পরিদর্শন ও আলোচনা সভা

রুহিয়ায় Water.org কর্তৃক ইএসডিও নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানা পরিদর্শন ও আলোচনা সভা

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নে এবং Water.org-এর সহযোগিতায় Enhancing Livelihoods Through Sustainable Credit Access: Improving Sanitation and Water Safety to Combat Poverty প্রকল্পের মাধ্যমে, লক্ষিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানা নিশ্চিত করনে কাজ করে যাচ্ছে।

৫ জুন মঙ্গলবার দুপুরে রুহিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ইএসডিও ঠাকুরগাঁও জোনের, গোবিন্দনগর এরিয়ার, রুহিয়া শাখার ফিল্ড পর্যায়ের চলমান কার্যক্রম পরিদর্শন করেন মো: ইমতিয়াজ হক, সিনিয়র পার্টনারশিপ একাউন্টস ম্যানেজার, ওয়াটার.ওআরজি এবং শাওলি হাসান, ক্যাপাসিটি ডেভলপমেন্ট অফিসার গ্রুপ স্পেশালিষ্ট, সাউথ এশিয়া, ওয়াটার.ওআরজি। ফিল্ড পরিদর্শনে সমিতি পর্যায়ে সদস্যদের সঙ্গে মিটিং করেন, সদস্যাদের স্থাপনা সমূহ পরিদর্শন করেন এবং রাকিন স্যানিটারি পরিদর্শন করেন ও স্থানীয় উদ্দোক্তাদের সঙ্গে গুনগতমান উন্নয়নের জন্য আলোচনা করেন।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী