বাংলাপ্রেস ডেস্কচটপ :পবিত্র হজে সৌদি আরবে ১৪ জর্ডানির মৃত্যু হয়েছে। এদের মধ্যে অনেকে হিট স্ট্রোক করে মারা গেছেন। এছাড়া আরও ১৭ জন নিখোঁজ রয়েছেন। রোববার (১৬ জুন) জর্ডানের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর স্কাই নিউজ
সৌদি কর্তৃপক্ষের সঙ্গে মিলে জর্ডান এসব নিহত ব্যক্তিদের মরদেহ দেশের নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা করছে।
এদিকে এবারে হজে তামপাত্রা নিয়ে আগেই সতর্ক করে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে খোলা স্থানে তাপমাত্রা ৪৮ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। এজন্য হজযাত্রীদের সতর্ক থাকতে বলা হয়েছিল এবং বেলা ১১টা থেকে দুপুর তিনটা পর্যন্ত বাইরে যাওয়ার ব্যাপারেও সতর্ক করা হয়েছিল।
সৌদি আরবের নিরাপত্তা বাহিনী এবং মেডিকেল কর্মীরা অসুস্থ হজযাত্রীদের সেবায় নিয়োজিত রয়েছে। তাদেরকে ভালো রাখতে ঠাণ্ডা পানির স্প্রে দেয়া হচ্ছে।
হজে গরম থেকে বাঁচতে অনেক হজ যাত্রী ছাতা ব্যবহার করছে। যদিও হজের যাবতীয় আনু্ষ্ঠানিকতা খোলা আকাশের নিচেই অনুষ্ঠিত হয়।
বিপি/টিআই