নিজস্ব প্রতিবেদক: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দোদুল্যমমান সবগুলো অঙ্গরাজ্যে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অথচ ২০২০ সালের নির্বাচনে এই স্টেটগুলোতে প্রেসিডেন্ট জো বাইডেন বিজয়ী হয়েছিলেন। গত ৩১ মে ম্যানহাটানের এক ফৌজদারি আদালতে ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ায় হওয়ার পর তার জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়লেও পুরোপুরি ধস নামেনি।
ট্রাম্পের বিরুদ্ধে আনীত ৩৪টি অভিযোগের সবকটিতে তিনি দোষী প্রমাণিত হন। এরপর সবগুলো সংস্থার জনমত জরিপে দেখা গেছে যে ট্রাম্পের জনপ্রিয়তা জো বাইডেনের চেয়ে ২ শতাংশ হ্রাস পেয়েছে। গত সপ্তাহে রিয়েল ক্লিয়ার পলিটিকসের জরিপ সংস্থার জরিপে দেখা গেছে যে ৬টি দোদুল্যমমান অঙ্গরাজ্যে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে এগিয়ে রয়েছেন। স্টেটগুলো হচ্ছে- অ্যারিজোনা, মিশিগান, জর্জিয়া, নেভাদা, পেনসিলভেনিয়া ও উজকনসিন।
রিয়াল ক্লিয়ার পলিটিকসের জরিপে দেখা যায় যে, অ্যারিজোনায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেট প্রার্থী প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে জনপ্রিয়তায় ৫ শতাংশ এগিয়ে আছেন। অ্যারিজোনায় ২০২০ সালের নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১১ হাজারের কম ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। জর্জিয়ার ক্ষেত্রে রিয়েল ক্লিয়ার পলিটিকস বলছে যে, রক্ষণশীল স্টেট জর্জিয়ায় ২০২০ সালের নির্বাচনে বাইডেন ট্রাম্পের চেয়ে ১১,৭৭৯ অধিক ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। বর্তমানে ট্রাম্প বাইডেনের চেয়ে ৪.৮ শতাংশ বেশি ভোটে এগিয়ে আছেন।
২০১৬ সালের নির্বাচনে ট্রাম্প বিজয়ী হয়েছিলেন। ২০২০ সালের নির্বাচনে বাইডেন ট্রাম্পের চেয়ে মাত্র ৩ শতাংশ বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। নেভাদার ক্ষেত্রে রিয়েল ক্লিয়ার পলিটিকস বলছে যে ডোনাল্ড ট্রাম্প বাইডেনের চেয়ে ৫.৪ শতাংশ অধিক ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। পেনসিলভেনিয়ায় ২০১৬ সালের নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। ২০২০ সালের নির্বাচনে বাইডেন মাত্র এক শতাংশ ভোটের ব্যবধানে বিজয় পেয়েছিলেন। বাইডেন পেয়েছিলেন ৫০ শতাংশ ভোট এবং ট্রাম্প পেয়েছিলেন ৪৮.৯ শতাংশ ভোট। সেই পেনসিলভেনিয়ায় ট্রাম্প এখন বাইডেনের চেয়ে ২.৩ শতাংশ ভোটে এগিয়ে আছেন। রিয়েল পলিটিকসের জরিপে উজকনসিনের চিত্র দেখানো হয়েছে যে, ২০১৬ সালে উইজকনসিনে ট্রাম্প এবং ২০২০ সালে বাইডেন জয়ী হয়েছিলেন।
বাইডেন সেখানে পেয়েছিলেন ৪৯.৬ শতাংশ ভোট এবং ট্রাম্প পেয়েছিলেন ৪৮.৯ শতাংশ ভোট। ভোটের ব্যবধান ছিল খুবই সামান্য। এখন ট্রাম্প উইজকনসিনে বাইডেনের চেয়ে এগিয়ে থাকলেও তা মাত্র এক শতাংশ ভোটে। এই ৬টি সুইং স্টেটে ৭৭টি ইলেক্টোরাল ভোট রয়েছে। ৬টি সুইং স্টেট বাদ দেওয়ার পর ট্রাম্প আরও দুটি স্টেটে জয়ী হতে যাচ্ছেন। এ দুটি স্টেট হচ্ছে ওহাইয়ো ও ফ্লোরিডা। এই দুটি স্টেটকে বলা হয় পলিটিক্যাল ব্যাটল গ্রাউন্ড। এই দুটি স্টেটে কখনও ডেমোক্রেট আবার কখনও রিপাবলিকান প্রার্থী বিজয় লাভ করে আসছে। ২০১২ সালে ওহাইয়ো ও ফ্লোরিডা থেকে সর্বশেষ যে ডেমোক্রেট প্রার্থী বিজয়ী হয়েছিলেন, তিনি বারাক ওবামা। ফ্লোরিডা এখন ডোনাল্ড ট্রাম্পের স্টেট। তাই সেখানে জো বাইডেনের বিজয় লাভের সম্ভাবনা কম।
বিপি।এসএম