Home Uncategorized সৈয়দপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় আটক -৮

সৈয়দপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় আটক -৮

by bnbanglapress
A+A-
Reset

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রোনিক্স ডিভাইস ব্যবহার করার দায়ে সৈয়দপুরের বিভিন্ন কেন্দ্র থেকে ৮ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। ১ জুন শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত সৈয়দপুরে ১৩ কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। আটকৃতরা হলেন, চিরিরবন্দর উপজেলার জিয়াউর রহমানের স্ত্রী আরিফা নাজনীন (২৬), কিশোরগঞ্জের রণচন্ডি এলাকার আরেফুজ্জামানের স্ত্রী লাভলী আক্তার (২৪), একই উপজেলার বালাপাড়া এলাকার প্রমোদ চন্দ্র রায়ের কন্যা পলি রায় (২৬), আকাশকুড়ি এলাকার আবুল কালাম আজাদের কন্যা তাহিরা পারভীন (২৪), মুশা এলাকার সুমনের স্ত্রী উম্মে হাবিবা (২৪), ডিমলা উপজেলার নাউতারা এলাকার আবুজার রহমানের পুত্র আরাফাত সিদ্দিক (২৯), কিশোরগঞ্জের বাজে ডুমুরিয়া এলাকার ইয়াছিন আলীর পুত্র মিজান আহমেদ (২৮) ও নীলফামারী সদর উপজেলার টুপামারী এলাকার আতিয়ার রহমানের পুত্র সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আলমগীর হোসেন (২৯)। আটককৃতরা সৈয়দপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

সূত্র জানায়, ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪, লায়ন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১, পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ১, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় (বাংলা হাই স্কুল) কেন্দ্র থেকে ১ ও সৈয়দপুর সরকারী কারিগরি মহাবিদ্যালয় কেন্দ্র থেকে ১জনকে আটক করা হয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ জানান, আটককৃতরা পরীক্ষা কেন্দ্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার সময় কর্তব্যরত কক্ষ পরিদর্শকের হাতে ধরা পড়ে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

উল্লেখ্য যে, সৈয়দপুরে ১৩টি কেন্দ্রে ১৩ হাজার পরীক্ষার্থী অংশ গ্রহন করে।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী