Home আন্তর্জাতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন!

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন!

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার (২১ জুলাই) জাতির উদ্দেশ্যে লেখা এক চিঠিতে জানিয়েছেন, তিনি ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন।
সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করা এই চিঠিতে বাইডেন বলেন, ” যদিও পুনরায় নির্বাচিত হওয়া আমার উদ্দেশ্য ছিল, আমি বিশ্বাস করি আমার দল এবং দেশের বৃহত্তর স্বার্থে আমার সরে দাঁড়ানো উচিত, এবং আমার মেয়াদের বাকি সময় পুরোপুরি প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব পালনের দিকে মনোযোগ দেয়া উচিত।”
জুন মাসের শেষে তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রার্থী ডনাল্ড ট্রাম্পের সাথে টেলিভিশন বিতর্কে দুর্বল পারফরমেন্সের পর থেকেই তাঁর দলের অনেকে বাইডেনের প্রার্থীতা নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং তাঁকের সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আসছেন।
জল্পনা চলছিলই। আমেরিকায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভোটে লড়বেন না তিনি। কেন? বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জানালেন, ‘আমার মনে হয়, প্রেসিডেন্ট হিসেবে বাকী সময়টুকু নিজের কর্তব্যে নজর দেওয়াটাই দেশ ও পার্টি স্বার্থে সেরা সিদ্ধান্ত’।
এদিকে সম্প্রতি ভোট-প্রচারের মাঝেই করোনায় আক্রান্ত হন ৮১ বছর বয়সী বাইডেন। বুধবার লাস ভেগাস যাওয়ার সময় তিনি অসুস্থ বোধ করেন। তাঁর শারীরিক পরীক্ষা হলে কোভিড ধরা পড়ে। এখন আইসোলেশনে রয়েছেন তিনি। ফলে বাইডেনে নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে জল্পনা আরও বাড়ে। এবার কে হবেন ডোমোক্র্য়াটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী? উঠে আসছে একাধিক নাম। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামারা দৌড়ে আছেন।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী