Home আন্তর্জাতিক কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-রাজনৈতিক কর্মীদের গ্রেফতারে জাতিসঙ্ঘের উদ্বেগ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-রাজনৈতিক কর্মীদের গ্রেফতারে জাতিসঙ্ঘের উদ্বেগ

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ছাত্র আন্দোলন ঘিরে হাজার হাজার যুবক এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের গ্রেফতারের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তনি গুতেরেস জাতিসঙ্ঘ মুখপাত্র স্টেফান ডুজারিক সোমবার (২৯ জুলাই) বলেছেন, জাতিসঙ্ঘ মহাসচিব সাম্প্রতিক নতুন করে ছাত্র বিক্ষোভের খবর পেয়েছেন এবং শান্তি ও সংযমের জন্য পুনরায় আহ্বান জানিয়েছেন।
‘মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ এবং নিরাপত্তা বাহিনীর মাত্রারিক্ত শক্তি প্রয়োগের খবরে তিনি শঙ্কিত’ বলে উল্লেখ করেন ডুজারিক।
তিনি আরো বলেন, ‘তিনি সকল সহিংস ঘটনার দ্রুত, স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার ডাক পুনরায় ব্যক্ত করেছেন।’
ডুজারিক বলেন, জাতিসঙ্ঘ ঢাকায় এবং নিউ ইয়র্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে তাদের উদ্বেগের কথা তুলে ধরা অব্যাহত রেখেছে। তিনি বলেন, জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে সব চেয়ে বেশি সৈন্য নিয়োগকারী দেশ হিসেবে বাংলাদেশ মানবাধিকার সমুন্নত রাখবে বলে তারা বিশ্বাস করে।
দুজারিক জানান যে জাতিসঙ্ঘ ইনসিগনিয়াযুক্ত সামরিক যানবাহন রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে সরকারের বক্তব্য তারা আমলে নিয়েছে। তবে তিনি এ’বিষয়ে তার কয়েক দিন আগের বক্তব্য পুনরায় ব্যক্ত করেন।
তিনি বলেন, জাতিসঙ্ঘের সৈন্য এবং পুলিশ দিয়ে সাহায্যকারী দেশগুলো কেবল তখনই জাতিসঙ্ঘ প্রতীক এবং সরঞ্জামগুলো ব্যবহার করবে, যখন তারা জাতিসঙ্ঘের শান্তিরক্ষা বা জাতিসঙ্ঘের রাজনৈতিক মিশনের অংশ হিসাবে কাজ করবে।’

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী