Home রাজনীতিআওয়ামী-লীগ সতর্ক অবস্থানে আওয়ামী লীগ

সতর্ক অবস্থানে আওয়ামী লীগ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচি ঘিরে বাদ জুম্মা নামাজের পর রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সর্তক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন থানা-ওয়ার্ডের নেতাকর্মীরা। শুক্রবার (২ আগস্ট) রাজধানীর বিভিন্ন সড়কে সর্তক অবস্থান নিতে দেখা গেছে দলটির নেতাকর্মীদের।

রাজধানীর নিউমার্কেট এলাকার গাউছিয়া মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। জুম্মার নামাজের পরে স্ব স্ব ওয়ার্ডে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে, ঢাকা-১৩ আসনের আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড আল্লাহ করি মসজিদের সামনে, টাউন হল ছাত্রলীগের কার্যালয় সামনে, শিয়া মসজিদ ছাত্রলীগের কার্যালয় সামনে, শ্যামলী সিনেমা হলের সামনে, কলেজ গেট মুক্তিযুদ্ধ টাওয়ারের সামনে, আসাদ গেট গণভবন সংলগ্ন প্রধান সড়কের সামনে আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।

অন্যদিকে উত্তরায় মোড়ে মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থা নিতে দেখা যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচি প্রতিরোধে আওয়ামী লীগ সমর্থকেরা উত্তরা ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে অবস্থান নেন। বিকেল সোয়া ৪টার পর আওয়ামী লীগ সমর্থকেরা শিক্ষার্থীদের ধাওয়া দেন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহিদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বাদ আসর সারা দেশে সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্ব স্ব এমপিরা নিজ আসনের মসজিদে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এদিকে শনিবার বিকেল ৩টায় রাজধানী ঢাকায় আওয়ামী লীগের উদ্যোগে ‘শোক মিছিল’ কর্মসূচি আয়োজন করা হয়েছে। শোক মিছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে এসে শেষ হবে।

বিপি/টিআই

 

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী