Home আন্তর্জাতিক গাজার দুই স্কুলে হামলা: নিহত ৩০

গাজার দুই স্কুলে হামলা: নিহত ৩০

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দুই স্কুলে দখলদার ইসরায়েল বাহিনীর হামলায় অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় এখনও ১৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানা যাচ্ছে। হতাহতদের সবাই বাস্তুচুত হয়ে এই স্কুলে আশ্রয় নিয়েছিলেন।

কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা গাজার সিভিল ডিফেন্সের বরাতে জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলার পর আল-নাসর ও হাসান সালামা স্কুল থেকে অন্তত ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে রেসকিউ সার্ভিস টেলিগ্রামে জানিয়েছে, আল-নাসর স্কুলের ধ্বংসস্তূপের নীচে প্রায় ১৬ জন বাস্তুচ্যুত মানুষ এখনও নিখোঁজ রয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে, গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী বাস্তুচ্যুত মানুষের অন্তত ১৭২টি আশ্রয়কেন্দ্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, যার মধ্যে ১৫২টি ছিল স্কুল।

এসব হামলায় আশ্রয়কেন্দ্রগুলোতে থাকা অন্তত এক হাজার ৪০ জন নিহত হয়েছেন বলেও জানিয়েছে গাজার মিডিয়া অফিস। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, স্কুলগুলোকে হামাসের আল-ফুরকান ব্যাটালিয়ন, তাদে যোদ্ধাদের লুকানোর জায়গা হিসাবে এবং আক্রমণের পরিকল্পনা ও আক্রমণ চালানোর জন্য কমান্ড সেন্টার হিসাবে ব্যবহার করেছিল।

বিপি/টিআই

 

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী