Home আন্তর্জাতিক গাজিয়াবাদের বিমানঘাঁটিতে অবতরণ শেখ হাসিনার, পরবর্তী গন্তব্য লন্ডন!

গাজিয়াবাদের বিমানঘাঁটিতে অবতরণ শেখ হাসিনার, পরবর্তী গন্তব্য লন্ডন!

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: শেখ হাসিনা বোন রেহানাকে নিয়ে সোমবার দুপুরে সরকারি বাসভবন ‘গণভবন’ ছাড়েন। তাঁকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়ের উদ্দেশে।

দিল্লির নিকট গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেস বা বিমানবাহিনীর ঘাঁটিতে নামল শেখ হাসিনার বিমান। একটি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে।

জানা গেছে, হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি। তাই তাঁর পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে একটি অসমর্থিত সূত্রের খবর, হাসিনা সম্ভবত লন্ডনে যাবেন। ভারতে তিনি কোনও রাজনৈতিক আশ্রয় চাননি। সোমবার রাতেই তিনি লন্ডনের পথ ধরতে পারেন।

সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্ডন বিমান ঘাঁটিতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি মালবাহী (কার্গো) বিমানে হাসিনা গাজিয়াবাদে নামেন। তাঁর সঙ্গে ছিলেন তাঁর বোন শেখ রেহানা এবং কয়েক জন অফিসার।

গণবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন তিনি। সোমবার দুপুরে বোন রেহানাকে নিয়ে ঢাকার বাসভবন ‘গণভবন’ ছাড়েন শেখ হাসিনা। তাঁকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়ের উদ্দেশে।

বাংলাদেশে সেনাবাহিনীর অধীনে অন্তর্বর্তী তদারকি সরকার গঠিত হচ্ছে বলে জানানো হয়েছে। একটি সূত্রের দাবি, তার আগে বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেয়া হয় ইস্তফা দেয়ার জন্য। ৪৫ মিনিট সময় তাঁকে দেয়া হয়েছিল বলে একটি সূত্রের দাবি। তবে অন্য একাধিক সূত্রের দাবি, পুরো বিষয়টিই হয়েছে সেনাবাহিনী এবং দিল্লির সঙ্গে আলোচনার সাপেক্ষে। তার পরেই হাসিনা ইস্তফা দেন। সূত্র: আনন্দবাজার।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী