Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে মোদি-বাইডেন বৈঠক, ড্রোন চুক্তি চূড়ান্ত

যুক্তরাষ্ট্রে মোদি-বাইডেন বৈঠক, ড্রোন চুক্তি চূড়ান্ত

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

 

নিজস্ব প্রতিবেদক: তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতোমধ্যে প্রথমদিনেই বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। ভারত ও যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শনিবার (২১ সেপ্টেম্বর) মাল্টি-বিলিয়ন ডলারের ড্রোন চুক্তি চূড়ান্ত করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
ভারত যুক্তরাষ্ট্র থেকে ৩১টি এমকিউ-৯বি স্কাই গার্ডিয়ান ও সি গার্ডিয়ান ড্রোন কিনছে। দুই নেতাই এই ড্রোন চুক্তির বিস্তারিত নিয়ে আলোচনা করেছেন। সীমান্ত বরাবর সশস্ত্র বাহিনীর নজরদারি যন্ত্র বাড়াতে ভারত এসব ড্রোন কিনছে। বিশেষ করে চীনের সঙ্গে সীমান্ত বরাবর।
মোদি বলেছেন, কোয়াডের বৈঠকের আগে বাইডেনের সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোষ্টে মোদি লিখেছেন, ডেলাওয়ারে গ্রিনভিলে তার বাসভবনে আমাকে আতিথেয়তা করার জন্য আমি প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানাই। আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ছিল।
অন্যদিকে বাইডেন জানান, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের পার্টনারশিপ ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী, ঘনিষ্ঠ এবং গতিশীল।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী